লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন


প্রকাশের সময় :১৫ জুন, ২০১৭ ৮:৫৮ : অপরাহ্ণ 763 Views

মোঃ এরশাদ,লোহাগাড়া:-চট্টগ্রামের লোহাগাড়ায় একদল তরুণ সপ্নবাজদের নিয়ে গঠিত সামাজিক ও অরাজনৈতিক সংঘঠন লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম’র উদ্যোগে,লোহাগাড়ার আমিরাবাদ মটর ষ্টেশনস্থ হোটেল ওআইসি’র হল রুমে ১৫জুন (বৃহস্পতিবার) বিকাল ৫টায় দোয়াও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।লোহাগাড়া তরুণ এক্য ফোরাম’র প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আজিজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,লোহাগাড়া নিউজ২৪.কম’র সম্পাদক অধ্যাপক অাব্দুল খালেক,প্রধান বক্তা ছিলেন ডায়মন্ড প্রবাসী গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক অাব্বাস উদ্দিন,গেষ্ট অব অনার ছিলেন মাই ওয়ান শো’রুমের সত্বধীকারী নুর মোহাম্মদ,কলামিস্ট হোছেন,ক্রীড়া সংগঠক শাহাব উদ্দিন,কবি সোলাইমান,সাংবাদিক এম,হোছাইন মেহেদী,ব্যাংকার মোজাহিদ হোসাইন (সাগর),সাংবাদিক মাহমুদুল হক,সাংবাদিক রাব্বী,তরুণ সংগঠক আবুল কালাম,তরুণ লেখক বেলাল উদ্দিন,প্রাণ গ্রুপ’র ব্যবস্থাপক আরফাত,মাহমুদ প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর