লোহাগাড়ার পদুয়ায় এ আর সীডস কোম্পানি’র বীজতলা শো’রুমের শুভ উদ্ভোধন


প্রকাশের সময় :৯ জুলাই, ২০১৭ ২:৪৪ : পূর্বাহ্ণ

মোঃএরশাদঃ-চট্টগ্রামের লোহাগাড়া’র পদুয়া বাজারের উত্তর পার্শে মাদ্রাসা মার্কেটের ২য় তলায় ০৭ই জুলাই (শুক্রবার) বিকাল ৫টায় জমকাল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শীততাপ নিয়ন্ত্রিত বীজতলা শো’রুমের শুভ উদ্ভোধন করা হয়।কৃষকদের দ্বারপ্রান্তে সাফলতার ছোয়া নিয়ে এ আর মালিক সীডস প্রাইভেট কোঃ এর নতুন শো’রুমের শুভ উদ্ভোধন করেন কোম্পানির সিনিয়র ম্যানেজার শফিউল আমিন।এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের রুপসী বীজ বাজার শো’রুমের সত্বধীকারী পদুয়া’র কৃতি সন্তান মোঃসেলিম,পদুয়া বাজারের শুভেচ্ছা বীজ ভান্ডার এর সত্বধীকারী মোঃ আবছার,উফসী বীজ ভান্ডার এর সত্বধীকারী মোঃ আনোয়ার হোসেন,থাইল্যান্ড এগ্রো সীডস এর পরিচালক মোঃএনাম,সাকিল এবং এ আর সীডস প্রাইভেট কোম্পানির সকল সদস্যবৃন্দরা সহ বিভিন্ন ‘কৃষকরা উপস্থিত ছিলেন।এসময় শফিউল আমিন বলেন ব্যবসায়ী ও কৃষকদের মাঝে সহজ এবং সুলভ মূল্যে পাইকারী ও খুচরা বীজ পৌছিয়ে দিতে আমাদের কোম্পানির পক্ষ থেকে এই শো’রুমের উদ্ভোধন করা হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর