

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সচিব সাইফুজ্জামান শেখর কক্সবাজার ও বান্দরবানের রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। তিনি মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের কোনা পাড়া এলাকায় জিরো লাইনে অবস্থানকারী রোহিঙ্গা নারী পুরুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন।এর আগে তিনি কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী এলাকার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন ও সেখানকার রোহিঙ্গারদের মাঝে ত্রাণ দেন।এ সময় তার সঙ্গে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।রোহিঙ্গাদের চাল ডাল তেল বিশুদ্ধ পানি ও অন্যান্য শুকনো খাবার বিতরণ করা হয়। জিরো লাইনের সহস্রাধিক রোহিঙ্গা ত্রাণ সহায়তা পায়। এদিকে তুমব্রু রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণ শেষে তিনি সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন কোন রোহিঙ্গাই বাংলাদেশে না খেয়ে মারা যাবে না।রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত ত্রাণ ও সাহায্য দেয়া হচ্ছে।এছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক ভাবে কাজ চালিয়ে নেয়া হচ্ছে।