এই মাত্র পাওয়া :

বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৯ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩৫ : অপরাহ্ণ 232 Views

প্রযুক্তির যুগে,সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রতিবছরের ন্যায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২৫ উপলক্ষে বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশুদের অংশগ্রহনে নানা কর্মসুচির মধ্যে দিয়ে রঙিন আয়োজনে দিবস টি পালিত হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) দিবসের শুরুতেই দিবস উপলক্ষে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা,কর্মরত শিক্ষক ও অধ্যায়নরত শিশুদের সাথে স্বাক্ষরতা দিবসের শুভেচ্ছা বিনিময় হয়।পরে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনায় প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিজ মুমু রাখাইন সকলের মাঝে স্বাক্ষরতা দিবসের ইতিহাস সম্পর্কে ধারণা প্রদান করেন।সেই সাথে তিনি বলেন,সাক্ষরতা শুধু অক্ষর চেনা বা পড়াশোনার দক্ষতা নয় বরং এটি মানুষের মাঝে সচেতনতা,জ্ঞানার্জন,দক্ষতা ও উন্নতির মূল ভিত্তি।একটি জাতির অগ্রগতি নির্ভর করে সে জাতির শিক্ষার উপর।তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন “আপনারা শিক্ষকতার মত মহান একটি পেশায় নিয়োজিত আছেন,যার মাধ্যমে গড়ে উঠবে একটি শিশুর চমৎকার ও নিরাপদ ভবিষ্যৎ।আপনাদের জ্ঞানের আলোয় সমাজ থেকে অন্ধকার দূর হবে এবং সাক্ষরতার আলোয় আলোকিত হবে।আলোচনায় “শিক্ষকরা স্বাক্ষরতার ফলে নিজেদের জীবনের সুফল পাওয়ার বিভিন্ন অভিজ্ঞতা উপস্থাপন করেন।আলোচনা সভা শেষে বিএনকেএস এর প্রতিটি শিক্ষা কেন্দ্রে (সিবিএলএফ) শিশুদের বহুমুখী অংশগ্রহণে দিবসটি উৎযাপিত হয়।উল্লেখ্য,কক্সবাজার জেলাস্থ টেকনাফ উপজেলা এর ক্যাম্প-২২ এ বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর বাস্তবায়নে উন্নয়ন সহযোগী সংস্থা গ্লোবাল এফেয়ারর্স কানাডা (গাক) ও ডিপার্টমেন্ট অব ফরেন এফেয়ারর্স এন্ড ট্রেড (ডিএফএটি) অর্থায়ন এবং উন্নয়ন সহযোগী ব্র্যাক-পুল্ড ফান্ড এর সহযোগিতায় “সার্পোট টু এফডিএমএন ইন কক্সবাজার এন্ড ভাসানচড় ইন এ্যডুকেশন,লাইভলিহুড এন্ড ওয়াশ সেক্টর” ব্র্যাক পুল্ড ফান্ড এ্যডুকেশন প্রকল্পের পুরো টিম এর তত্বাবধানে দিবসটিকে ঘিরে আলোচনা সভা এবং শিশুদের নিয়ে বহুমুখী নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে “স্বাক্ষরতা দিবস-২০২৫” উদযাপন করা হয়।প্রসঙ্গত,স্বাক্ষরতা দিবস (International Literacy Day) প্রতি বছর ৮ই সেপ্টেম্বর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়।এই দিবসের উদ্দেশ্য হলো শিক্ষা,জ্ঞান ও সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা এবং নিরক্ষরতা দূর করার প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করা।১৯৬৬ সালের ২৬ অক্টোবর জাতিসংঘের শিক্ষা,বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO) আনুষ্ঠানিকভাবে ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ঘোষণা করে।১৯৬৭ সাল থেকে প্রতি বছর সারা বিশ্বে নানা আয়োজনে এ দিবস পালিত হয়ে আসছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর