বান্দরবান-সাতকানিয়া থানার চিহ্নিত অপরাধী শাহাদাত হোসেন প্রকাশ খোকন গ্রেফতার


প্রকাশের সময় :২৩ অক্টোবর, ২০১৭ ৫:৫৮ : পূর্বাহ্ণ 556 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-চট্রগ্রাম সাতকানিয়া ২১ অক্টোবর দিবাগত রাতে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হোসেন এর নেতৃত্বে এসআই কাজী মোঃগোলাম কিবরিয়া,এসআই মোঃসিরাজুল ইসলাম,এসআই দীপন চন্দ্র সরকার,এসআই প্রিয়লাল ঘোষ,এসআই মাহমুদুল করিম,এসআই মোঃমিজানুর রহমান,এসআই মোঃআব্দুল খালেক ও ফোর্সসহ এক বিশেষ অভিযান করে সাতকানিয়া থানার চিহ্নিত অপরাধী মোঃশাহাদাত হোসেন প্রকাশ খোকন (৪২) পিতা-মৃত হাজী মোহাম্মদ হোসেন মাতা-খায়রুন্নেছা,সাং-জনার কেওচিয়া মাদার বাড়ী (হাজী মোহাম্মদ হোসেনের বাড়ী) থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে এবং আসামীর দেওয়া তথ্য মতে তার নিয়ন্ত্রণ ও হেফাজত থেকে রাত ১২.০৫ মিনিটে সাতকানিয়া থানাধীন কেওচিয়া ইউপি এলাকাধীন পূর্ব মাদার বাড়ি থেকে ২টি তাজা কার্তুজসহ ১টি দেশীয় তৈরী এক’নলা বন্দুক উদ্ধা করেন।আসামী সাতকানিয়া-লোহাগাড়া-চন্দনাইশ,বান্দরবান ও চট্টগ্রাম মহানগর এলাকায় মোটর সাইকেল চোর সিন্ডিকেটের একজন নেতৃত্ব প্রদানকারী অপরাধী হিসাবে চিহ্নিত।এছাড়া তার বিরুদ্ধে ধর্ষণ,নারী নির্যাতন, অপহরণ,চাঁদাবাজী,অস্ত্র আইন,মোটর সাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধের বিষয়ে ১।বান্দরবান সদর থানার মামলা নং-৫(১২)১৬,ধারা-১৪৩,৪৪৭,৩২৩,৩৬৩,৩৭৯, ৪২৭,৫০৬ পেনাল কোড,২।সিএমপি বাকলিয়া থানার মামলা নং-৪৯(৫)১৬ ধারা-১৪৩,১৪৭,৪৪৮,৩৮০, ৪২৭,৫০৬ পেনাল কোড ও ৩।মামলা নং-(৯(১০)১৫, ধারা-১৮৭৮ সনের অস্ত্র অাইনের ১৯(A),সাতকানিয়া থানার ৪।মামলা নং-১৩(৯)১৭,ধারা-১৪৩,৩৪১, ৪২৭,৩৭৯,৫০৬ পেনাল কোড,৫।মামলা নং-১০(১)১৭, ধারা-৩২৩,৩০৭,৩৬৪, ৩৮৪,৩৮৬,৩৪ পেনাল কোড ৬।মামলা নং-১৭(১১)১৪,ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১),৭।মামলা নং-২৪(৫)১৭,ধারা-৪৫৭,৩৮০ পেনাল কোড,৮।মামলা নং-১৩(৯)১৭,ধারা-৩৪১,৩২৩,৪২৭,৩৭৯, ৫০৬ পেনাল কোড মামলা সমূহ রয়েছে।তাকে অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে ৯।সাতকানিয়া থানার মামলা নং-১৬ তারিখ-২২.১০.১৭খ্রিঃ ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের 19A,19(F) রুজু করে।(((দৈনিক দূর্জয় বাংলা.কম)))

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2023
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!