বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিতঃ বালিকা ইভেন্টে চ্যাম্পিয়ন চকরিয়া-বালক ইভেন্টে রামু


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৬ মে, ২০২২ ১২:১৩ : অপরাহ্ণ 367 Views

কক্সবাজার জেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অ-১৭) ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালিকা (অ-১৭) ২০২২ সম্পন্ন হয়েছে।বুধবার (২৫ মে) বিকাল ৩টায় বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত ফাইনালে বালিকা ইভেন্টে কক্সবাজার পৌরসভাকে ১—০ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া।চকরিয়ার জয়ের নায়ক ঋতি চাকমা।অপরদিকে বালক ইভেন্টে এবার বাজিমাত করেছে রামু।দীর্ঘদিন ধরে শিরোপা খরায় থাকা দলটি হটফেভারিট চকরিয়াকে ১—০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।জয়সূচক গোলটি করে হিরু বনেন রামুর ১১নং জার্সিধারী ফরোয়ার্ড সামি।রেফারির শেষ বাঁশিতে জয়ল্লোসে মেতে উঠেন ফুটবলের রম্যভূমি রামুর খেলোয়াড়,কর্মকর্তা ও সমর্থকেরা।খেলা পরিচালনা করেন আবুল কাশেম কুতুবী, আহমদ কবির,আবদুল করিম, ফরিদুল আলম ও লা লা কিং।চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।এসময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল,গেস্ট অব অনার ছিলেন সাংসদ কানিজ ফাতেমা আহমেদ। সভাপত্তিত্ব করেন জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.হাসানুজ্জামান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবালের (সার্বিক) এর সঞ্চালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায়,জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী,রামু উপজেলার ইউএনও প্রণয় চাকমা,চকরিয়া উপজেলা ইউএনও জেপি দেওয়ান,কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম।এই টুর্নামেন্ট সফল করার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে জেলা ক্রীড়া অফিস,কক্সবাজার এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!