প্রকৃত ধার্মিক ব্যাক্তি সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হতে পারেননা


প্রকাশের সময় :৭ জানুয়ারি, ২০১৮ ১২:৪৫ : পূর্বাহ্ণ 734 Views

মোঃজিহানুর রহমান চৌধুরী,(স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম:-চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠা।বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম যার যার রাষ্ট্র সবার-এই নীতির ভিত্তিতে বর্তমানে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। তিনি বলেন,ধর্ম মানুষকে বিনয়ী ও মহৎ করে আত্মাকে পরিশুদ্ধ করে।তিনি আরো বলেন,প্রকৃত ধার্মিক ব্যক্তি কোনদিন সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হতে পারেনা।কারণ সকল ধর্মের মূল হচ্ছে মনুষ্য সেবা,জীবের প্রতি ভালবাসা।তিনি গত ৫ জানুয়ারী ২০১৮ইং তারিখ সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে নবনির্মিত সৎসঙ্গ অধিবেশন কর্তৃক আয়োজিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩০তম শুভ জন্ম মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী।সাতকানিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাজিব দাশের সঞ্চালনায় মহোৎসবে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হোসেন,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল, এওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, সাতকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান নেজামুদ্দিন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এওচিয়া সৎসঙ্গ অধিবেশনের সভাপতি সজীব দাশ,অনুপম দত্ত,অনুপম দাশ,উৎপল নন্দী,সুব্রত দাশ,রিকু দত্ত,অপু নন্দী,সৎসঙ্গ অধিবেশন কর্মকর্তা নেপাল দত্ত,কৃষ্ণাশীষ দাশ,শংকর দাশ, উপজেলা যুবলীগ নেতা দিদারুল আলম শিপন,স্থানীয় সাংসদের সহকারী সচিব মো:শাহাদাত হোসেন শাহেদ, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেলাল,যুবলীগ নেতা মো:মাঈনুউদ্দীন চৌধুরী, আবু বক্কর,মো:রকি,ছাত্রনেতা আবিদ,রাহুল,হুমায়ুন কবির প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!