পথশিশুদের পাশে থাকবে SAVC-স্যাভক


প্রকাশের সময় :২৫ মে, ২০১৭ ২:৫২ : অপরাহ্ণ 515 Views

মোঃজিহানুর রহমান চৌধুরী,চট্টগ্রামঃ-সুবিধা বঞ্চিত পথশিশুদের মানবিক অধিকার সুরক্ষা ও শিক্ষা কাজ করার প্রত্যয় নিয়ে গঠিত SAVC-স্যাভক ( South Asian Voice for Children) এর চট্টগ্রাম মেট্রোপলিটন ভোলান্টিয়ার কমিটি গঠিত হয়েছে।মুহাম্মদ ওমর ফারুক অাবির এর সঞ্চালনায় মেট্রো-কমিটি ঘোষণা করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ শাহজাহান অালী চৌধুরী।এতে অারো উপস্হিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সকল সদস্য।স্যাভক একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।এটি সুবিধা বঞ্চিত পথশিশুদের মানবিক অধিকার ও শিক্ষা নিয়ে কাজ করছে।দেশের মোট শিশুর ১২% পথশিশু।এদের বাদ দিয়ে জাতীয় সমৃদ্ধি কল্পনাতীত।
এই মহৎ কাজে স্যাভক সবাইকে পাশে চায়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!