এই মাত্র পাওয়া :

নারায়ণগঞ্জে পৌছালো ভারত থেকে আনা তরল অক্সিজেন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৭ জুলাই, ২০২১ ৬:৩৮ : অপরাহ্ণ 468 Views

ভারত থেকে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন সিরাজগঞ্জ থেকে নারায়ণগঞ্জের রূপপুরে পাঠানো হচ্ছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টা থেকে অক্সিজেন আনলোডের কাজ শুরু করা হয়। আজ সোমবার দুপুরের মধ্যে পুরো অক্সিজেন নারায়ণগঞ্জে পাঠানোর কাজ শেষ হবে। এরই মধ্যে অক্সিজেনের ছয়টি কন্টেইনার নারায়নগঞ্জে পাঠানো হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওয়াহাব বলেন, করোনা মোকাবিলায় ভারত থেকে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন গত শনিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দরে আমদানি-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১০টি কনটেইনারবাহী ‘অক্সিজেন এক্সপ্রেস’ রওয়ানা হয়ে গতকাল রোববার বেলা পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এই স্টেশন থেকে অক্সিজেন আনলোড করে সড়কপথে নারায়ণগঞ্জে নেওয়া হয়।

এর আগে টাটা দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোল বন্দরে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহণের চাহিদা জানানো হয়। গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোড করে ‘অক্সিজেন এক্সপ্রেস’ রাত ১০টায় বেনাপোল বন্দরে প্রবেশ করে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!