নগররীর বিভিন্ন পয়েন্টে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্যাভকের ঈদ বস্ত্র বিতরণ


প্রকাশের সময় :২২ জুন, ২০১৭ ২:৫২ : পূর্বাহ্ণ 545 Views

মোঃজিহানুর রহমান চৌধুরী,চট্টগ্রাম:-” স্যাভক “(South Asian Voice for Children. SAVC-) এর উদ্যোগে চট্টগ্রাম শহরের বিভিন্ন পয়েন্টে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কয়েকশত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে।স্যাভকের বস্ত্র বিতরণ কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক,সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সদস্য জনাব আরমান বাবু রোমেল।স্যাভকের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট মানবাধিকার কর্মী শাহজাহান আলী চৌ,সেক্রেটারি বিশিষ্ট শিশু সংগঠক আবু নোমান হাফিজ উল্লাহ,মেট্রোপলিটন উপদেষ্টা তাহমিনা চৌ,অর্থসম্পাদক শাহিদা খন্দকার, সেন্ট্রাল কমিটির সদস্য সাজ্জাদ হোছাইন,ওমর ফারুখ আবির,খাব্বাব তাকী সহ স্যাভকের চবি,আই আই ইউসিও মেট্রো টিমের সদস্যরা উপস্তিত ছিলেন।ঈদের নতুন জামা পেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের অনেক উচ্ছসিত দেখা যায়।স্যাভক সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা পুরনের লক্ষ্যে ফ্রি স্কুলশিক্ষা,বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ সহ নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!