চট্টগ্রামে স্বাশিপের মানববন্ধন কর্মসূচি পালন


প্রকাশের সময় :২২ মে, ২০১৭ ১১:৫৭ : অপরাহ্ণ

মোঃজিহানুর রহমান চৌধুরী,(চট্টগ্রাম):-শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবীতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চট্টগ্রাম মহানগর উত্তর-দক্ষিণের যৌথ উদ্যোগে সোমবার (২২শে মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।এসময় তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ৫ শতাংশ প্রবৃদ্ধি,পূর্ণাঙ্গ উৎসব ভাতা,আইসিটি ও বিজ্ঞান শিক্ষকসহ নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানসমূহে এমপিও প্রদানের দাবী জানান।মানববন্ধন কর্মসূচিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেন,জাতীয় শিক্ষা কার্যক্রমে এমপিওভূক্ত বেসরকারি শিক্ষকদের অবদান ৯০ শতাংশ হওয়া সত্বেও তাঁরা বরাবরই অবহেলা,বৈষম্য ও বঞ্চনার শিকার।স্বাশিপ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ খালেদ ও সাংগঠনিক সম্পাদক আবু নঈম মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় মানব বন্ধন কর্মসূচিতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্বাশিপ চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি উপাধ্যক্ষ রেজাউল করিম ছিদ্দিকী,উপাধ্যক্ষ কুতুব উদ্দিন,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হারুনুর রশিদ চৌধুরী,অধ্যাপিকা জেসমিন আক্তার শিমুল,অধ্যক্ষ মাওলানা রিদুয়ানুল হক হক্কানী, অধ্যক্ষ মাওলানা ওসমান গণি,অধ্যক্ষ মাওলানা মহিউল হক;অধ্যাপিকা সোহানা শারমিন তালুকদার,অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুছা,উপাধ্যক্ষ হেলাল উদ্দিন খতিবী, অধ্যাপক মীর মুহাম্মদ শোয়াইব,অধ্যাপক জামাল ছাত্তার, অধ্যাপিকা শাহানা আফরোজ,অধ্যাপক গাজী জসিম উদ্দিন,অধ্যাপক এনামুল হক,অধ্যাপক জিয়াউর রহমান মানিক,মাওলানা মোজাহিরুল কাদের,অধ্যক্ষ সোলাইমান কাশেমী,অধ্যক্ষ মোহাম্মদ নাছির উদ্দিন,সুপার মাওলানা এরফানুল করিম,মাওলানা রমজান আলী রেজভী,প্রধান শিক্ষক যথাক্রমে-আব্দুস ছবুর,আজম খাঁন,মাইমুনুর রশিদ,আবু বক্কর,সহকারি প্রধান শিক্ষক জয়নাল আবেদীন,মাওলানা আমিনুল্লাহ জিহাদী প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর