গুপ্তছড়া-কুমিরা নৌপথে যাত্রী দুর্ভোগ ও চলমান নৈরাজ্য বন্ধের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন


প্রকাশের সময় :৭ জুলাই, ২০১৭ ১১:৪২ : অপরাহ্ণ 601 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-ঈদের আনন্দ উপভোগ করতে সন্দ্বীপে গমনকারী চাকুরীজীবি,পেশাজীবি,নারী শিশু সহ প্রায় ২০ হাজার মানুষ গুপ্ত চরা ঘাটে মানব সৃষ্ট দুর্ভোগ ও নৈরাজ্যের শিকার হয়ে সন্দ্বীপে আটকা পড়ে।যাত্রী সাধারণ দুর্ভোগের শিকার হয়ে প্রতিবাদ মুখর হলে জেলা পরিষদের ইজারাদারের লোকজন চার জন নিরীহ যাত্রীকে মারধর করে থানা হাজতে প্রেরণ করে।স্বাধীনতা পরবর্তী কাল থেকে সব ঈদে কমপক্ষে পাঁচ দিন বিআইডব্লিউটিসির জাহাজ যাত্রী পারাপার করে।এবার ঘোষণা দিয়েও রহস্যজনক ভাবে বিকল হওয়ার অজুহাতে জাহাজ বন্ধ করে রাখা হয়।সুদুর অতীতকাল থেকে আমরা দেখছি ঘাট ইজারাদারের প্রত্যেক্ষ তত্ত্বাবধানে টিকেট বিক্রি ও যাত্রী উঠানামা করা হত।অজ্ঞাত কারণে ঈদ মৌসুমে জেলা পরিষদের ইজারাদার টিকেট বিক্রি ও যাত্রী উঠা-নামায় প্রত্যেক্ষ কোন তদারকি করেননি।প্রত্যক্ষ তদারকী না থাকার কারণে টিকেট দালাল চক্রের হাতে চলে যায়।
যাত্রী সাধারণ সকাল পাঁচ টায় লাইনে দাঁড়িয়েও বিকেল পর্যন্ত টিকেট পাননি।ক্ষেত্র বিশেষে ৩০০ টাকার টিকেট ১০০০ টাকায় ক্রয় করতে বাধ্য হয়েছে যাত্রীরা।প্রসঙ্গত,গত ২ এপ্রিল ১৭ লাল বোট উল্টে প্রশাসনের ভাষ্যমতে ১৮ জন অন্যান্য সূত্র মতে ২৩ জন মানুষের প্রাণহানি ঘটলেও ঘাট সিন্ডিকেটের চাপে কেউ মামলা করতে সাহস করেনি।মামলা না হওয়ায় ইজারাদারের লোক জন আরো বেপরোয়া হয়ে উঠে।এখনো ঘাটে বখশিসের নামে নৌকা নদীতে ঘুড়ানো হয়।উল্লেখ্য,২ এপ্রিল বখশিস আদায় করতে গিয়ে অযথা নৌকা ঘুড়াঘুড়িতে লাল বোট উল্টে ১৮ জন মতান্তরে ২৩ জনের প্রাণ হানি ঘটে।হাজার হাজার মানুষ সন্দ্বীপে আটকা পড়লেও প্রশাসন,বিআইডব্লিউটিসি ও দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব বিষয়টি সচেতনভাবেই এড়িয়ে গেছেন।
গুপ্তচরা কুমিরা নৌপথে যাত্রী দুর্ভোগ ও চলমান নৈরাজ্য বন্ধের দাবিতে সন্দ্বীপ অধিকার আন্দোলন আজ ৭ জুলাই,শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।উক্ত সাংবাদিক সম্মেলনে বক্তারা উপরোক্ত অভিযোগ সমুহ তুলে ধরেন।
সাংবাদিক সম্মেলন পরবর্তীতে উপরোক্ত দাবিতে এক মানববন্ধন চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সাংবাদিক সম্মেলন ও মানববন্ধনে উপস্থিত ছিলেন-সন্দ্বীপ এডুকেশন সোসাইটি চট্টগ্রামের সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এ বারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.এম ইদ্রিস আলম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃআরিফুর রহমান,সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক এম এ কাশেম,সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক এসএম ফিরোজ খান,এক্সিম ব্যাংক লি.সন্দ্বীপ শাখার সাবেক ম্যানেজার মোঃতসলিমুল আলম,মাসিক সজাগ সন্দ্বীপ সম্পাদক প্রভাষক ফসিউল আলম, চট্টগ্রাম স্পোর্টস্ একাডেমির সেক্রেটারি আয়কর আইনজীবী মোঃ আরিফ উল্ল্যা,দীর্গাপাড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক অহিদুল মাওলা টুটুল, লিও নজরুল ইসলাম জাবেদ,লিও কামরুল হাসান রনি, লিও আব্দুর রহমান তারেক,দৈনিক প্রিয় চট্গ্রাম-এর সন্দ্বীপ প্রতিনিধি ইবরাহিম অপু,সন্দ্বীপ উপজেলা যুবলীগ নেতা এস.এম.সাজ্জাদ,সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ নেতা জিহাদ বাবু,লন্ডন কলেজ অব লিগ্যাল ষ্টাডিজে অধ্যায়নরত সোহরাওয়ার্দী আরাফাত খান প্রমুখ।সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন সঞ্চালনা করেন মাসিক গাঙচিল সম্পাদক মোঃহাসানুজ্জামান সন্দ্বীপি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!