গাংনীতে ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত


মেহেরপুর প্রতিনিধি প্রকাশের সময় :১১ মে, ২০১৯ ৪:২৭ : পূর্বাহ্ণ 775 Views

মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে গৃহবধূর মুখে এসিড নিক্ষেপকারী ধর্ষণ মামলার আসামি কাজল পুলিশের সঙ্গে বন্দুকযদ্ধে নিহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গাংনীর গাড়াডোব-আমঝুপি সড়কের একটি বাঁশবাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সাহা জানান, ধর্ষণ মামলার আসামি কাজল দীর্ঘদিন ধরে একই উপজেলার ধলা গ্রামে পলাতক ছিল। সেখানে একটি মেয়ের ওপর তার কুনজর পড়ে। মেয়েটি তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বুধবার বিকালে মেয়েটির মুখে এসিড নিক্ষেপ করে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র ও গুলি উদ্ধারে গেলে গাড়াযোড গ্রামের একটি বাশবাগানের কাছে পৌঁছালে সন্ত্রাসীদের একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশ ও পাল্টা গুলি র্ষণ করলে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে কাজল নিহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ওসি আরো জানান, কাজলের বিরুদ্ধে গাংনী থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে। পুলিশের হাতে আটক থেকে রক্ষা পেতে সে ধলা গ্রামে আত্মগোপনে ছিল।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর