এই মাত্র পাওয়া :

শিরোনাম: আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

খালেদার কক্সবাজার সফর ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে চট্রগ্রাম বিএনপি’র রাজনীতি


প্রকাশের সময় :২৭ অক্টোবর, ২০১৭ ৫:১৬ : পূর্বাহ্ণ 714 Views

চট্টগ্রাম প্রতিনিধিঃ-রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও সহায়তা দিতে আগামী রোববার (২৯ অক্টোবর) কক্সবাজার যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।এর আগে শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।এদিন চট্টগ্রাম সন্ধ্যা বিকেল পাঁচটায় নগরীর সিটি গেইট এলাকায় পৌঁছার কথা রয়েছে।সেখান থেকে একে খাঁন হয়ে আকবর শাহ,জাকির হোসেন রোড,জিইসি মোড়,দামপাড়া ওয়াসা,আলমাস সিনেমা হলের সামনে দিয়ে কাজির দেউড়ি হয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রবেশ করবেন।সার্কিট হাউসে রাত যাপন করে রোববার সকাল ১১টায় শহীদ নুর আহম্মদ সড়ক,জুবলী রোড,নিউ মার্কেট,কোতোয়ালী ফিরিঙ্গী বাজার হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।এদিকে দলের চেয়ারপারসনের কক্সবাজার সফর ও চট্টগ্রামে অবস্থানকে ঘিরে উজ্জীবিত বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতা-কর্মীরা।খালেদা জিয়াকে বরণ করতে গত কয়েকদিন ধরে সভা-সমাবেশ করছেন।গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর মেহেদীবাগে আমীর খসরু মাহমুদ চৌধুরী বাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।নগর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালে কক্সবাজার রামুর বৌদ্ধ মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন।তখন একটি জনসভায় অংশ নিয়েছিলেন।তখনও ঢাকা থেকে সড়ক পথে চট্টগ্রাম এসেছিলেন।সার্কিট হাউসে যাতযাপন করে পরদিন কক্সবাজার গিয়েছিলেন।দলীয় সূত্রে জানা গেছে,দলের প্রধান প্রায় ছয় বছর পর চট্টগ্রাম-কক্সবাজার আসায় উজ্জীবিত নেতা-কর্মীরা।একই সঙ্গে নিজের অবস্থান জানান দিতে প্রস্তুতি নিচ্ছেন পদ প্রত্যাশীরা।সিটি গেইট থেকে সার্কিট হাউস পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেতা-কর্মীরা দলের চেয়ারপারসনকে স্বাগত জানাবেন জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,শনিবার চট্টগ্রামবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত।ওইদিন প্রমাণ হবে ভোটাধিকার আদায়ে, গণতন্ত্র আদায়ে জনগণ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ।দেশের চরম সংকটে জনগনকে মুক্ত করতে বেগম খালেদা জিয়ার আন্দোলনে চট্টগ্রামবাসী সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন,চট্টগ্রামবাসী আন্তরীকভাবে দেশ নেত্রীকে বরণ করবে।এজন্য সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসবে।নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন,রোববার (২৮ অক্টোবর) চট্টগ্রামবাসী প্রমাণ করবে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার আন্দোলনে ঐক্যবদ্ধ।সভায় অন্যান্যের মধ্যে নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ,মো.মিয়া ভোলা,শামসুল আলম,জয়নাল আবেদিন জিয়া,হারুন জামান,নাজিমুর রহমান,শফিকুর রহমান স্বপন,সৈয়দ আহমদ,মাহাবুবুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!