কৃতি শিক্ষার্থী শিক্ষানুরাগীদের পুরস্কার বিতরণ ও সম্বর্ধনা অনুষ্ঠিত


প্রকাশের সময় :১২ ফেব্রুয়ারি, ২০১৮ ২:২৬ : পূর্বাহ্ণ 808 Views

চট্রগ্রাম প্রতিনিধিঃ-নগরীর ঐতিহ্যবাহী মুসলিম ইনষ্টিটিউট হলে শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনের উদ্যোগে “শিক্ষা অন্বেষা শিশু মেলা -২০১৮” অনুষ্ঠিত হয়।এতে শিক্ষা ও শিশু সাহিত্য বিষয়ক পত্রিকা মাসিক ‘শিক্ষা অন্বেষা’র ১৪তম বর্ষ উপলক্ষে গতকাল ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার বিকাল ৫টায় চট্টগ্রামের মুসলিম ইনষ্টিটিউট হলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয়।এতে শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনের উদ্যোগে গুণী শিক্ষক-শিক্ষানুরাগী সংবর্ধনা,শিক্ষা অন্বেষা মেধাবৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা,শিশু চিত্রাংকন প্রতিযোগিতা,চিত্রাংকনে বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরষ্কার বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী জনাব লায়ন মোঃমুজিবুর রহমান।এতে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুবা সুলতানা শিউলি।অনুষ্ঠানে চট্টগ্রাম শহরের বহু শিক্ষানুরাগী ব্যক্তিবর্গসহ শিক্ষা অন্বেষা ফাউন্ডেশন এর সভাপতি অধ্যাপক মোঃইসহাক চৌধুরী,নির্বাহী পরিচালক মোঃজসীম উদ্দিন চৌধুরী ও মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি শামসুদ্দীন শিশিরসহ অনেকে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা জানান,শিক্ষা অন্বেষা ফাউন্ডেশন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।যা আলোকিত মানুষ গড়ার কাজে বেশ সমাদৃত হয়েছে।সুতরাং সংঘটনটির উত্তরোত্তর সাফল্য কামনা এবং অনুষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সকলে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!