মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রি,মূল্য তালিকা প্রদর্শন না করা, এবং লাইন্সেস না থাকায় কর্ণফুলীর তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ।
জানা যায়,মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং যথাযথভাবে ঔষধ সংরক্ষণ না করায় একটি প্রাণীজ ঔষধের দোকানে ৫ হাজার টাকা ও লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি গোখাদ্য বিক্রির দোকানের মালিককে দশহাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার,কর্ণফুলী থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মামুনুর রশীদ।