শিরোনাম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি চিকিৎসা ক্যাম্প বান্দরবান বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টার উপলক্ষে বিশেষ ভর্তি মেলা বান্দরবানের থানচিতে সড়ক দুর্ঘটনায় ডাম্পার চালক নিহত ১ হাজার লাল গোলাপ পেয়ে বিস্মিত উপস্থাপিকা ও ব্যবসায়ী ইসরাত পায়েল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে পৃথক অধ্যাদেশ করছে সরকার বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতিতে অনিয়ম থাকলে খতিয়ে দেখবে জেলা প্রশাসন সরকারি শিশু পরিবারে নিবাসীদের অভিবাবক সমাবেশ,পিঠা উৎসব ও বার্ষিক পুরষ্কার বিতরন অনুষ্ঠিত রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় :১১ জুন, ২০১৮ ১২:০৪ : পূর্বাহ্ণ 836 Views

সিএইচটি নিউজ ডেস্কঃ-কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে কক্সবাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও সাংবাদিকদের সম্মানে স্থানীয় বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজ হোটেলে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ সিআইপি।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি লায়ন মোঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল হামিদ।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, এতদঞ্চলে শিক্ষার মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এই বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে এখনও পযর্ন্ত এই বিশ্ববিদ্যালয় সুনামের সাথে শিক্ষা বিস্তারে অগ্রণীভূমিকা পালন করে যাচ্ছে। আগামীতেও যেন শিক্ষার প্রসারে এই বিশ্ববিদ্যালয় অগ্রণীভূমিকা পালন করতে পারে সে জন্য সকলের সহযোগীতা কামনা করেন বক্তারা।

বিশ্বব্যিালয়ের সহকারী রেজিস্ট্রার কুতুব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুস সবুর, পরীক্ষানিয়ন্ত্রক এএসএম সাইফুর রহমান, রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. আমজাদ হোসেন, রেজাউল করিম, দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক মুজিবুল ইসলাম, দৈনিক রূপালী সৈকত পত্রিকার সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, কউকের নিবার্হী কর্মকর্তা ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা এটিএম জিয়া উদ্দিন, একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, ইন্ডিপেন্ডেট টিভি’র জেলা প্রতিনিধি তৌফিক লিপু, একুশে টিভি’র আজিজুর রহমান, দৈনিক একাত্তর পত্রিকার সম্পাদক বেলাল উদ্দিন সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

ইফতার শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. বেলাল নূর আজিজি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর