ঈদ মানে বন্ধুত্ব বৃদ্ধি,শত্রুতা বৃদ্ধি নয়:-(প্রফেসর মাহী)


প্রকাশের সময় :৭ জুলাই, ২০১৭ ১:২৮ : পূর্বাহ্ণ 604 Views

মোঃজিহানুর রহমান চৌধুরী,চট্টগ্রাম:-ঈদ মানে মিলন,ঈদ মানে সম্প্রীতি, ঈদ মানে ভালোবাসা।হিংসা,ঘৃণা ও ক্ষোভ ভুলে প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়াই ঈদের স্বার্থকতা।পারস্পরিক ভেদাভেদ ভুলে যেতে হবে।মাহে রমজানের শিক্ষা ব্যক্তিগত জীবনে ধারণ ও লালন করতে হবে।গতকাল ৬ জুলাই সন্ধ্যায় লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উদ্যোগে আয়োজিত “ঈদ বৈঠক”- এ প্রধান অতিথির বক্তব্যে মরক্কোর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাদীর’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও সহকারী অধ্যাপক এবং লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উপদেষ্টা লোহাগাড়ার কৃতিসন্তান মোহাম্মদ মহিউদ্দিন মাহী এসব কথা বলেন। তিনি আরো বলেন,সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর নেতৃত্বে লোহাগাড়া- সাতকানিয়াকে আলোকিত করতে হবে।শিক্ষাবিদ ও আলোকিত মানুষকে মর্যাদার আসনে বসাতে না পারলে সমাজ-দেশ আলোকিত হবে না।ঈদ বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়ানিউজ২৪ডটকম’র সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ,লোহাগাড়া নিউজ২৪ডটকম’র উপদেষ্টা সৌদিআরব প্রবাসী আলহাজ্ব মোছলেহ উদ্দিন,লোহাগাড়া ওয়েল ফুড’র পরিবেশক আলহাজ্ব কামাল উদ্দিন,আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক,গোলামবারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুল আলম,হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী,উজির ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃএয়াকুব, লোহাগাড়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যাপক আবদুল আউয়াল,শাহ্ রশিদিয়া মাদ্রাসার অধ্যাপক আবদুর রহিম,চুনতি মহিলা কলেজের অধ্যাপক কফিল উদ্দিন, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ,পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন,আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুদ্দিন,ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, কলামিষ্ট মোহাম্মদ হোসেন,লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উপদেষ্টা খোরশেদ আলম ও কবি মুহাম্মদ সোলাইমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদীন,লোহাগাড়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মোহররম,শিক্ষক নুরুল ইসলাম ডালিম,দৈনিক প্রিয় চট্টগ্রাম লোহাগাড়া প্রতিনিধি জাহেদুল ইসলাম,মুছা কলিমুল্লাহ ও আধুনগর ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ ইলিয়াছ।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃসাজ্জাদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক,সুধী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!