

এম মহিউদ্দীন চৌধুরী,চট্টগ্রাম:-চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেছেন,আ’লীগ বিচার বিভাগের উপর আস্থাহীনতায় ভুগছে।প্রধান বিচারপতি সিনহার নেতৃত্বে ব্যাঞ্চ ষোড়শী সংশোধনী অবৈধ ঘোষণা করলে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা বিচার বিভাগের কঠোর সমালোচনা করে।এতে বুঝা যায় তারা প্রকৃত অর্থে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক তা তারা চাই না।তিনি আরো বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া আসনের সম্ভাব্য বিএনপির প্রার্থী হিসেবে দিন রাত দলীয় নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি।অতীতে বিএনপি পটিয়ার যে উন্নয়ন করেছিল সে উন্নয়ন আ’লীগ করতে পারেনি।আমি ৫ বছর উপজেলা চেয়ারম্যান থাকাকালে পটিয়ার ব্যাপক উন্নয়ন সাধন করেছি।পাশাপশি দলের সকল কেন্দ্রীয় কর্মসূচী সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।আগামীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকুর রহমান, আমাকে দলীয় মনোনয়ন প্রদান করলে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে পটিয়ার উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্ঠা চালিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।তিনি গত রবিবার দুপুরে ছনহরায় পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি,যুবদল,ছাত্রদল, শ্রমিক দল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল এবং মহিলা দলের যৌথ উদ্যোগে বিএনপির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী তার নিজ বাসভবন চত্ত্বরে আয়োজিত আলোচনা সমাবেশে প্রধান অতিথির উপরোক্ত কথাগুলো বলেন।উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল আহবায়ক এস.এম সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন,যুগ্ন সম্পাদক দিদারুল আলম সিকদার,সাংগঠনিক সম্পাদক ছনহরা ইউপি চেয়ারম্যান এড.আবদুর রশিদ দৌলতী, বিএনপি নেতা মাকসুদ আলমদার,জসিম উদ্দিন,আবদুল আজিজ,মাহাবুল আলমদার,ইউছুপ রশিদ (বেলালী), মীর মোহাম্মদ (মদন),নাজিম,যুবদল নেতা আবদুল করিম মেম্বার,আরাফ আলী চৌধুরী,সেলিম মাষ্টার,মামুন সিকদার,মো:জাফর,জাহেদুল হক মেম্বার,খোরশেদ আলম,নজরুল ইসলাম,সোহেল সিকদার,জসিম, ফারুক,স্বেচ্ছাসেবক দল নেতা মো:শাহজাহান,মো: রফিক,পটিয়া উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ন আহবায়ক আবদুর রহিম,মঈন উদ্দিন,আবদুল সোবহান,এম.এ রুবেল,মো:রুমেল,টিপু,জামাল উদ্দিন,শাহজান, ফারুক,বাহাদুর,আরমান,আমির হোসেন,এরশাদ,খোরশেদ আলম,সাইফু,টিপু,শামীম,রাসেল,তৈয়ব,কামরুল হাসান, উলামাদলের সভাপতি মো:শরিফ উল্লাহ প্রমুখ।আলোচনা সমাবেশে পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নের বিএনপি অংগ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা ছনহরা ইদ্রিস মিয়ার বাস ভবন চত্ত্বরে মিলন মেলায় পরিণত হয়।পরে তাদের জন্য মধ্যাহ্ন ভোজের মাধ্যমে বিএনপির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সমাবেশ পালন করা হয়।