লংগদুতে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ


প্রকাশের সময় :৮ জুন, ২০১৭ ৬:৩১ : অপরাহ্ণ 536 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-রাঙামাটির লংগদুতে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে লংগদু উপজেলার মাঈনিমুখ এলাকার কাচালং নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃর্ত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।লংগদু উপজেলা চেয়ারম্যান মো.তোফাজ্জল হোসেন জানান,সকালে লংগদু উপজেলার মাঈনি মুখ এলাকার কাচালং নদীতে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে এঘটনার খবর পুলিশকে দেওয়া হলে তারা লাশটাকে উদ্ধার করে।নিহত যুবকের পড়নে জিনসের প্যান্ট ও সাদা রঙে শার্ট ছিল।তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।এব্যাপারে লংগদু উপজেলা থানার কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম জানায়,খবর পয়ে পুলিশ কাচালং নদীতে ভাসমান যুবকের লাশটি উদ্ধার করেছে।প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা হত্যা জনিত ঘটনা। কারণ তার শরীরে আঘাতে চিহ্ন ও মুখে আগুনে পুড়া দাগ রয়েছে।বয়স ৩৮/৪০ হতে পারে।এখনো নাম পরিচায় পাওয়া যায়নি।ময়নাতদন্তের রিপোর্টের পর বাকি তথ্য জানা যাবে।এঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে।এদিকে গত শুক্রবার লংগদু উপজেলা যুবলীগের নেতা নয়ন হত্যাকান্ডে ঘটনায় সহিংসতার ঘটনার রেশ এখনো কাটেনি। তার মধ্যে আবারও আর এক যুবকের লাশ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীদের মধ্যে আবারও ক্ষোভ দেখা দিয়েছে। আতঙ্ক ছড়িয়ে পরেছে পুরো উপজেলায়। উদ্বেগ প্রশাসনও। এঘটানর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের নেতারা।এবিষয়ে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ঢাকা মহানগরের সভাপতি মো. শাহাদাৎ ফরাজি সাকিব জানান,সম্প্রীতি লংগদু উপজেলা বাসিন্দা নয়ন হত্যার শোক কাটিয়ে না উঠতেই ছয় দিনের মাথায় আবারও আর এক বাঙালী যুবকের হত্যা করেছে সন্ত্রসীরা।এটা পরিকল্পীত ঘটনা ছাড়া আর কিছুই নয়।একটি বিশেষ মহল এসবঘটনার ইন্ধন দিচ্ছে।যাতে পাহাড়ে বাঙালীরা সুখে শান্তিতে বসবাস করতে না পারে। তিনি এ যুবকের হত্যার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!