এই মাত্র পাওয়া :

মহালছড়িতে নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন


প্রকাশের সময় :৮ মে, ২০১৭ ৪:২৯ : অপরাহ্ণ 1601 Views

খাগড়াছড়ি প্রতিবেদকঃ-ভাড়ায় মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলামকে হত্যা ও পাহাড়ি সন্ত্রাসীগুলোর অব্যাহত চাঁদাবাজি ও নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে সোমবার দুপুরে খাগড়াছড়ির মহালছড়ি সরকারি কলেজের সামনে মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।এ মানববন্ধন থেকে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হলে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়।বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল মজিদ, খাগড়াছড়ি জেলা সভাপতি লোকমান হোসেন,রাঙামাটি জেলা সভাপতি আলমগীর হোসেন,খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম ও নিহত ছাদিকুল ইসলামের বড় ভাই রফিকুল ইসলাম।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,খাগড়াছড়ি জেলাবাসী দীর্ঘদিন ধরে ইউপিডিএফ,জেএসএস ও জেএসএস(এমএন) এ তিন গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ।চাঁদার শ্রমিক অপহরণ,হত্যা,গুম,পণ্যবাহী গাড়িতে গুলি বর্ষণ ও অগ্নিসংযোগ এখানে যেন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।সর্বশেষ গত ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাড়ায় মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামকে (২৩) দুই উপজাতি মহালছড়ি বাসস্ট্যান্ড থেকে রাঙ্গামাটির ঘিলাছড়ি উদ্দেশ্যে ভাড়া করে নিয়ে যায়। কিন্তু ছাদিকুল ইসলাম আর ফিরে আসেনি।তিন দিন নিখোঁজের পর বৃস্পতিবার বিকালে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় ছাদিকুল ইসলামের ক্ষতবিক্ষত লাশ মাটি চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়।প্রসঙ্গত,অভিযোগ রয়েছে,গত ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাড়ায় মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামকে (২৩) দুই উপজাতি মহালছড়ি বাসস্ট্যান্ড থেকে রাঙ্গামাটির ঘিলাছড়ি উদ্দেশ্যে ভাড়া করে নিয়ে যাওয়ার পর ছাদিকুল ইসলাম নিখোঁজ হন। তিনদিন পর ১৩ এপ্রিল বিকালে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় ছাদিকুল ইসলামের ক্ষতবিক্ষত লাশ মাটি চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!