

খাগড়াছড়ির মহাজন এলাকাবাসীর উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে (সুমিত্র) বর্ণিল আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মহাজন পাড়া সূর্য্য শিখা ক্লাব প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ দিন খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান এর সভাপতিত্বে নব-নিযুক্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমাকে সংবর্ধিত করা হয় এবং এ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, পানছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সবিতা চাকমা ও জনবল বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক তরুণ বিকাশ চাকমা। সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের সহধর্মিনী নন্দিতা খীসা, খাগড়াছড়ির সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, সাবেক সহযোগী অধ্যাপক মধু মঙ্গল চাকমা, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা সুদর্শী, বিশিষ্ট সমাজসেবক এস অনন্ত বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ধর্মরাজ বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কমলছড়ি ইউনিয়নের সর্বস্তরের মানুষেরা উপস্থিত ছিলেন।