

স্পোর্টস ডেস্কঃ-সাকিব বিক্রি হয়ে গেছেন সকালেই।অপেক্ষা ছিল আরেক তারকা বাংলাদেশি মোস্তাফিজকে ঘিরে।গেইল-আমলাদের মত নামীদামিরা যখন অবিক্রীত,তখন সাকিবের চেয়ে বেশি দামেই ফিজকে দলে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স।এক কোটি ভিত্তি মূল্যের পেসার মোস্তাফিজকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স।এলিট ক্লাবের সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি,সেই দামেই টাইগার অলরাউন্ডারকে দলে টেনেছে ফিজের পুরোনো দল সানরাইজার্স হায়দরাবাদ।বাঁহাতি পেসার মোস্তাফিজ আইপিএলের অভিষেকেই তাক লাগিয়ে দেন। হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করার পথে বড় ভূমিকা রাখেন।পরেরবার চোট পুনর্বাসনের পর যেয়ে ভাল করতে পারেননি।একাদশে সুযোগ পান মাত্র একটি ম্যাচে।