শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকীতে প্রীতি কাবাডি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৫ আগস্ট, ২০২৩ ৮:৫০ : অপরাহ্ণ 136 Views

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা পুলিশ এর স্ব-স্ব উদ্যোগে পৃথক স্থানে প্রীতি কাবাডি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ আগস্ট) ইউকেচিং বীর বিক্রম স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে প্রীতি কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মুজাহিদ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এবং পুরষ্কার বিতরন করেন।কাবাডি খেলায় লাল দলের খেলোয়াড়রা সবুজ দল কে ২৭–২৩ পয়েন্টে পরাজিত করে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমানসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে একইদিন (শনিবার) বিকেলে জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের নিজস্ব উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।ম্যাচে বান্দরবান জেলা পুলিশ লাইন্স দল ২-০ গোলে বান্দরবান জেলা পুলিশ অফিস দলকে হারিয়ে জয়লাভ করে।ম্যাচ শেষে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন নবাগত পুলিশ সুপার সৈকত শাহীন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার সুপার হোসাইন মো.রায়হান কাজেমী,সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন,সদর থানা অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ লাইন্সের অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2023
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!