ব্যাটারদের ব্যর্থতায় স্কোরবোর্ডে বড় পুঁজি তুলতে পারেনি ভারত।তবে মাঝারী লক্ষ্য দিয়েও শুরুতে অস্ট্রেলিয়াকে বেশ চাপে ফেলে দিয়েছিল তারা।পাওয়ার প্লেতেই হারায় তিন উইকেট।তাও দলীয় ৪৭ রানে।কিন্তু স্বাগতিকদের গল্প এইটুকুই।বাকীটা লিখেন ট্রাভিস হেড।সঙ্গী হিসেবে পান মার্নাস লাবুশেনকে।অসাধারণ এক সেঞ্চুরি তুলে অজিদের জয় থেকে মাত্র দুই রান দূরে থাকতে আউট হন হেড।
রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকরা।জবাবে ৪২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে অজিরা।