বান্দরবান ট্রিবিউন ডটকমের শুভেচ্ছা উপহার পেলো নাইক্ষ্যংছড়ি ফুটবল একাডেমি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৭ ডিসেম্বর, ২০২৩ ৩:৪৪ : অপরাহ্ণ 302 Views

প্রাচীন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম এর সহযোগী প্রতিষ্ঠান বান্দরবানের প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকমের শুভেচ্ছা উপহার প্র্যাকটিস জার্সি হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৭ ডিসেম্বর) হোটেল ফোর স্টারে একটি অনাড়ম্বর পরিবেশে জার্সি হস্তান্তর করা হয়।নাইক্ষ্যংছড়ি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা মো.হোসাইন এর পক্ষে ক্লাবের সদস্য এবং বান্দরবান জেলা অনুর্ধ ১৭ ফুটবল দলের খেলোয়াড় উসাই মং এবং মো.ফয়সাল উপহারের এসব ক্রীড়া সামগ্রী গ্রহন করেন।মো.হোসাইন নিজেও একজন ফুটবলার ছিলেন এবং নাইক্ষ্যংছড়ি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা।দক্ষতার সাথে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা এর বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।তাঁর হাত ধরেই নাইক্ষ্যংছড়ি উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ বেশকিছু ফুটবল টুর্নামেন্টে বান্দরবান জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।তাঁর আহবানে সাড়া দিয়ে বান্দরবান ট্রিবিউন ডটকম এমন উদ্যোগ গ্রহন করে।

সিএইচটি টাইমস ডটকম ও বান্দরবান ট্রিবিউন ডটকম এর প্রতিষ্ঠাতা লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সার্বিক তত্বাবধানে এসব ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।এবিষয়ে লুৎফুর রহমান উজ্জ্বল জানিয়েছেন,স্মার্ট বাংলাদেশ এর অংশ হিসেবে স্মার্ট বান্দরবানে স্মার্ট ক্রীড়াঙ্গনের ভীত রচনায় কাজ করার স্বপ্ন দেখি।বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত উদ্ভাবনী মেলা-২০১৫ তে স্থানীয় অনলাইন দৈনিক হিসেবে সম্মাননা ও পুরষ্কৃত নিউজ পোর্টাল সিএইচটি টাইমস ডটকম (www.chttimes.com) বহু বছর ধরে ক্রীড়াকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় সিএইচটি টাইমস ডটকম এর সহযোগি প্রতিষ্ঠান সর্বপোরি বান্দরবানের প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম স্মার্ট বান্দরবান-স্মার্ট ক্রীড়াঙ্গন এই স্লোগানকে সামনে রেখে ২০২৪ সালে পুরো বছরজুড়ে ক্রীড়া কে এগিয়ে নিতে কাজ করবে।সবার সহযোগিতা নিয়েই আমরা এই কাজটি করবো।একসময় আমরা শহরমুখী বহু ক্রীড়া প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেছি।বহু টুর্নামেন্ট কে আমরা পৃষ্ঠপোষকতাসহ ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছি তবে ২০২৪ এ আমরা স্মার্ট বান্দরবান-স্মার্ট ক্রীড়াঙ্গনের এই স্লোগানটি বান্দরবানের দুর্গম ও প্রান্তিক পর্যায়ের ক্রীড়াঙ্গনে পৌছে দিতে চাই। প্রসঙ্গত,বান্দরবান এর প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকমও (www.bandarbantribune.com) বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত উদ্ভাবনী মেলা-২০২২ এ ডিজিটাল সার্ভিস প্রাইভেট লেভেল হিসেবে সম্মাননা অর্জন করে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!