উপজেলা ক্রীড়া সংস্থা এর কমিটি পুনর্গঠন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ জুলাই) বিকেলে বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আবাসিক চিকিৎসক ডা.তাহমিনা করিম রুপা,যুব উন্নয়ন কর্মকর্তা পুলু প্রু,মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মোস্তাফিজুর রহমান ভূঞা,সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ উপজেলা ক্রীড়া সংস্থা এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,শিক্ষকবৃন্দ ও ক্রীড়া সংগঠকরা এসময় উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।উপজেলা ক্রীড়া সংস্থা কে একটি সক্রিয় ও গতিশীল সংস্থায় পরিণত করতে সকলকে তিনি সক্রিয় ভূমিকায় অবতীর্ন হবার আহবান জানান।জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা এর সভাপতি শাহ্ মোজাহিদ উদ্দিন, বান্দরবান জেলায় ২০২৪-২৫ সাল কে ক্রীড়ার বছর ঘোষনা করেছেন উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন,নতুন নেতৃত্বকে একটি ক্রীড়ামূখি সূদুর প্রসারি কর্মপরিকল্পনা প্রনয়ন করতে হবে এবং ক্রীড়ার মান উন্নয়ন নিশ্চিত করতে হবে।সদর উপজেলা এর ক্রীড়াঙ্গন কে গতিশীল করতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উম্মে হাবিবা মীরা সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও উল্লেখ করেন।এসময় তিনি সকল সদস্য কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক ও অভিন্ন লক্ষ্য নিয়ে ক্রীড়াঙ্গন এগিয়ে নেয়ার আহবানও জানান।
এরই ধারাবাহিকতায় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক উজ্জ্বল তঞ্চঙ্গ্যা বান্দরবান সদর উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক কার্যক্রমকে গতিশীল ও এগিয়ে নিতে সংবাদকর্মী ও ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান উজ্জ্বল কে সাধারণ সম্পাদক হিসেবে নাম প্রস্তাব উত্থাপণ করেন।পরবর্তীতে উপস্থিত সকলের দীর্ঘ আলোচনা ও ঐক্যমতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাশ হয় এবং লুৎফুর রহমান (উজ্জ্বল) কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।পরে মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.জসিম উদ্দিন এর প্রস্তাবে উজ্জ্বল তঞ্চঙ্গ্যাকে একই কমিটির সহসভাপতি নির্বাচিত করেন উপস্থিত নেতৃবৃন্দ।একই সভায় উপজেলা ক্রীড়া সংস্থা এর জন্য একটি অফিস কক্ষ এবং সার্বিক কার্যক্রম কে এগিয়ে নিতে ক্রীড়া সংগঠকদের মতামত গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা।
বিষয়টি নিশ্চিত করে লুৎফুর রহমান (উজ্জ্বল) জানান, অভিজ্ঞতা এবং তারুণ্যকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন ইভেন্ট ভিত্তিক সাবেক খেলোয়াড় ও সংগঠকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।দাপ্তরিক কিছু কার্যক্রম সম্পন্ন হলে সর্বপ্রথম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবে নবগঠিত উপজেলা ক্রীড়া সংস্থা।ক্রীড়াকে এগিয়ে নিতে হলে সাংবাদিকদের গুরুত্বপুর্ন একটি ভূমিকা রয়েছে এবং মতবিনিময় সভায় বিস্তারিত জানানো হবে।উপজেলায় ক্রীড়া কার্যক্রম এগিয়ে নিতে এবং গতিশীল করার জন্য জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা নেয়া হবে।সাবেক ও বর্তমান খেলোয়াড়, সংগঠক,কোচ ও প্রশিক্ষকদের সাথেও ক্রীড়ার মান উন্নয়নে নিবিড় সম্পর্ক তৈরি করবে নবগঠিত কমিটি।তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।তিনি নবগঠিত কমিটির সহসভাপতি উজ্জ্বল তঞ্চঙ্গ্যাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থা এর সভাপতির পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী ক্রীড়া সংস্থার কার্যক্রম গতিশীল করা হবে বলেও জানান।তিনি আরও বলেন,জেলা ক্রীড়া সংস্থা এর সভাপতি ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর ঘোষনা অনুযায়ী ক্রীড়ার বছর ২০২৪-২৫ কে স্বার্থক করে তোলার জন্য সদর উপজেলা ক্রীড়া সংস্থা কাজ করবে।
(বিস্তারিত আসছে)