বান্দরবানে শুরু হল শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় :৩১ জানুয়ারি, ২০১৯ ২:৩৬ : অপরাহ্ণ 772 Views

ব্যাডমিন্টন খেলোড়ারদের উৎসাহ যোগাতে বান্দরবানে শুরু হল শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা । বুধবার সন্ধায় বান্দরবান জেলা আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধণী খেলা।
এতে অংশগ্রহন করে আহসান উল আলম রুমু ও তার সাথী বনাম আরিফুর রহমান ও সাথী। উদ্বোধনী খেলায় রুমু ও তার সাথীকে হারিয়ে জয়লাভ করে আরিফ ও সাথী।
লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দুইটি গ্রæপে সিঙ্গেল খেলায় ১৩ জন ও দ্বৈত খেলায় ৯টি দল অংশগ্রহন করে। টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব ওমর ফারুক জানান, লীগ পদ্ধতিতে গ্রæপ পর্বের খেলা শেষে নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সেমি ফাইনাল ও ফাইনাল খেলা। সন্ধা ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে গ্রæপ পর্বের সকল খেলা। সিঙ্গেল ও ডাবল গ্রæপের প্রতিদিন ৮টি খেলা অনুষ্ঠিত হবে।

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর