ক্রীড়া পরিদপ্তর কতৃক প্রনীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে ভলিবল প্রতিযোগিতা এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১২ ডিসেম্বর) বান্দরবান ভলিবল খেলোয়াড় সমিতির সহযোগিতায় প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়।জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি এর সার্বিক তত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা এর সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মুজিবুর রশিদ,কোষাধ্যক্ষ মংসিং প্রু নজি,নির্বাহী দিলীপ কুমার দে,নির্বাহী সদস্য নিনি প্রু মারমাসহ জেলা ক্রীড়া অফিস এর কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থা এর নির্বাহী সদস্য অংচমং মারমা।উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন,একটি স্মার্ট ক্রীড়াঙ্গন বিনির্মানে সরকার কাজ করে যাচ্ছে।এরই ধারবাহিকতায় জাতীয় দিবসসহ বিভিন্ন উপলক্ষে টুর্নামেন্ট ও প্রতিযোগিতা এর আয়োজন করা হচ্ছে।মাদকমুক্ত একটি সমাজ গঠন করতে হলে ক্রীড়ার কোনও বিকল্প নাই।নকআউট ভিত্তিতে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহন করছে চারটি দল।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় চিম্বুক দলকে পরাজিত করে নীলাচল দল।দ্বিতীয় খেলায় নীলগিরি দলের খেলোয়াড়রা মেঘলা দলকে পরাজিত করে।বুধবার এই প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হবে।