

বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর পক্ষে টুর্নামেন্ট এর উদ্বোধন ঘোষনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান।জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি এর সভাপতিত্বে আয়োজিত উদ্ধোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মো.মুজিবুর রশিদ,জেলা ক্রীড়া সংস্থার সদস দিলীপ কুমার দে,জেলা ফুটবল এসোসিয়েশন এর প্রতিনিধি মো.নাছির উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এই টুর্নামেন্টে ১২ টি দল অংশগ্রহন করছে।টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করছে ক্রীড়া পরিদপ্তর,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।উদ্বোধনী খেলায়
বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ কে ৫-০ গোলে পরাজিত করেছে বান্দরবান কালেক্টরেট কলেজ।জেলা ক্রীড়া অফিসার মাইন উদ্দিন মিলকি,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনযোগ বাড়াতে এই ধরনের আয়োজন করা হয়েছে।এভাবে খেলা চালিয়ে যেতে পারলে দেশের হারিয়ে যাওয়া ফুটবলের গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে।