

“মাদক দূরীকরণ,শান্তি ও ঐক্যের জন্য ক্রীড়া” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ জানুয়ারি) বান্দরবান জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এবং থানচি উপজেলার ভলিবল খেলোয়াড়দের আয়োজনে থানচি কলেজ মাঠে থানচি ভলিবল টিম বনাম রেমাক্রি ইউনিয়নের মধ্যকার এক প্রীতি ভলিবল ম্যাচ অনিষ্ঠিত হয়।এসময় জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটি এর কনভেনর অ্যাডভোকেট উবাথোয়াই মারমা,জেলা পরিষদ সদস্য খামলাই ম্রোসহ স্থানীয় জনপ্রতিনিধি,ক্রীড়ানুরাগীরা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।থানচি কলেজের শরীরচর্চা বিষয়ক শিক্ষক উচসিং মারমা খেলা পরিচালনা করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মংমে মারমা।ভলিবল প্রীতি ম্যাচ এ ২-১ সেটের ব্যবধানে রেমাক্রি ইউনিয়ন জয়লাভ করে।