

বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)-এর ব্যবস্থাপনায় আগামী ১৮ মে থেকে বান্দরবান জেলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।বুধবার (১১ মে) সকালে টুর্ণামেন্ট ব্যবস্থাপনা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আকতার সুইটির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বান্দরবান পৌরসভার মেয়র ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,ডিএসএ’র সহ-সভাপতি দীপ্তি কুমার বড়ুয়া,টুর্ণামেন্ট কমিটির সদস্য-সচিব লক্ষ্মীপদ দাশ,জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহবায়ক মনিরুল ইসলাম মনু এবং ডিএসএ ও টুর্ণামেন্ট কমিটির সিনিয়র সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।আগামী ১৮ মে রোজ বুধবার বিকেল সাড়ে ৩ টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি টু্র্ণামেন্টের উদ্বোধন করবেন।টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এতে আরও জানানো হয়,বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বান্দরবানসহ দেশের ৮টি খ্যাতনামা ফুটবল ক্লাব অংশ নিতে যাচ্ছে।ক্লাবগুলোতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের কৃতি ফুটবলার এবং বিদেশি খেলোয়াড়গণ অংশ নিবেন।বান্দরবানে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা দেখতে কোন প্রবেশ ফি লাগবে না।