এই মাত্র পাওয়া :

ফিজ খ্যাত কার্টার মুস্তাফিজের পাশেই আছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা


প্রকাশের সময় :১৯ এপ্রিল, ২০১৮ ২:৫৬ : পূর্বাহ্ণ 861 Views

স্পোর্টস ডেস্কঃ-চলতি আসরের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স অবশেষে জয়ের মুখ দেখেছে। তবে দল জিতলেও এদিন বল হাতে একদন ছন্দে ছিলেন না মুস্তাফিজুর রহমান।আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে বাজে বোলিং করেছেন গেলো মঙ্গলবার।রয়্যাল চ্যালেঞ্জার্সদের ব্যাটসম্যানদের কোন প্রকার বিপদেই ফেলতে পারেননি তিনি।বল হাতে ৪ ওভারে দিয়েছেন ৫৫ রান।কোন উইকেটও নিতে পারেননি। দল জিতলেও এদিন দলের জয়ে অবদান রাখতে পারেননি বাঁহাতি এই পেস বোলার।এদিকে আইপিএল ক্যারিয়ারে নিজের সবচেয়ে বাজে সময় পার করলেও অধিনায়ক রোহিত শর্মার পূর্ণ সমর্থন পেয়েছেন তিনি।অধিনায়ক রোহিত এখনও আস্থা রাখছেন তার উপর।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন,একজন বোলার সবদিন ভালো করবে এমন কোন কথা নেই।একদিন খারাপ জেতেই পারে তার।মুম্বাই দলপতি রোহিত শর্মার মতে,বিগত কয়েক বছর ধরে আমাদের দলের পেস বোলিং বিভাগ তাদেরটা বেশ ভালো ভাবেই করে আসছে।মুস্তাফিজ প্রথম বারের মত খেলছে মুম্বাইতে,মাত্র কয়েকটা ম্যাচ খেলেছে সে।আজকে সে ভালো করতে পারেনি কিন্তু এমন হতেই পারে। মাঝে মাঝে আপনি ছন্দে থাকবেন এবং ধারাবাহিকতা বজায় রাখবেন আবার কোনদিন আপনি হয়তো পারবেন না।আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা দলীয় ভাবে খেলেছি আজ তাই জিততে পেরেছি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!