শিরোনাম: থানচির দুর্গম জারুলছড়িতে অগ্নিদগ্ধ ২ শিশুর চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী বান্দরবানে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন নাইক্ষ্যংছড়ি উপজেলা জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবলঃ অবিশ্বাস্য জয় নিয়ে ফাইনালে থানচি উপজেলা দল আলীকদম সেনা জোনের পৃষ্ঠপোষকতায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা সুদানের আবেইতে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত বান্দরবানে বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবলঃ ফাইনালে শক্তিশালী নাইক্ষ্যংছড়ি উপজেলা সম্প্রীতির অনন্য দৃষ্টান্তঃ বৌদ্ধ জনগোষ্ঠীর পাশে মানবিক সহায়তা নিয়ে সেনাবাহিনী

ধারাবাষ্য প্রশিক্ষণ কোর্স থেকে সনদ পেলেন চট্টগ্রামের স্বনামধন্য ধারাবাষ্য লোহাগাড়ার সেলিম


প্রকাশের সময় :২৮ মে, ২০১৭ ৩:৩৯ : অপরাহ্ণ 802 Views

এরশাদ,লোহাগাড়া (চট্টগ্রাম):-অান্তর্জাতিক ধারাবাষ্যকারদের কাছ থেকে সম্মাননা সনদ গ্রহন করলেন চট্টগ্রামের স্বনামধন্য ধারাবাষ্যকার, লোহাগাড়া’ কলাউজানের সূর্য সন্তান মোহাম্মদ সেলিম উদ্দিন।ঢাকা’র পান্থপথ ড্যাফোডিল ইস্টারন্যাশনাল এ্কাডেমী,কনকর্ড রিজেন্সি টা্ওয়ার’র চার তলায় অনুষ্টিত খোদা বকশ মৃধা ফাউন্ডেশন আয়োজিত ক্রীড়া ধারাভাষ্য এবং উপস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সে ২৫মে থেকে ২৭মে ৩দিন ব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এই সম্মাননা সনদ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনপ্রিয় ভাষ্যকার শামিম আশরাফ চৌধুরী,আলফাজ উদ্দিন আহমেদ,ডা.অনুপম হোসেন এবং আরো অনেক জনপ্রিয় ভাষ্যকার,এছাড়াও বেতার-টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক,উচ্চারণ বিশেষজ্ঞ,প্রাক্তন/বর্তমান ক্রীড়াবিদ, আম্পায়ার,রেফারী এবং স্কোরারগণরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন লোহাগাড়ার পূর্ব কলাউজান (জয়নগর) মৃত আলী আহমদ ও হাজেরা খাতুন এর সন্তান।তিনি শুধু একজন ধারাভাষ্যকার নয়! সর্বশেষ নেপাল ফুটবল দলের লিয়াজো সহ চট্রগ্রাম জেলা ত্রীড়া সংস্হার একজন স্কোরার।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
পড়া লেখার পাশাপাশি,শারীরিক শিক্ষা ও খেলাধুলা বিভাগের ও ছাত্র।তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন প্রকৃত মানব সেবক,রক্তের বন্ধু ২০০৯ সাল থেকে শুরু করেন মানুষকে রক্ত দেওয়া এবং কোন অসহায় রোগীর জন্যে রক্তের প্রয়োজনে তিনি বিভিন্ন লোকের মাধ্যম হতে রক্ত ব্যাবস্থা করে দিতেন,তিনি যে কোন সময় মানুষের বিপদে সহয়তা করেন নানা ভাবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর