

বান্দরবান জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক (অ-১৭) এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালিকা (অ-১৭)-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১জুন) সকালে বান্দরবান জেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা এর সভাপতি ইয়াছমিন পারভীন তিবরীজি।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র মো.ইসলাম বেবি,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,রোয়াংছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.ফখরুল ইসলাম,জেলা ক্রীড়া অফিসার মো.মাঈন উদ্দিন মিলকি,ডিএসএ সদস্য রুপম কুমার দত্ত,মেনি প্রু সহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,বান্দরবানের মানুষ অত্যন্ত ক্রীড়ামোদী।ক্রীড়ার প্রতি তাদের এই ভালোবাসার মনোভাব প্রশংসনীয়।এসময় তিনি এই টুর্নামেন্টের পাশাপাশি বান্দরবান জেলার ক্রীড়াঙ্গণের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।বয়সভিত্তিক এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হবে এমনটাই প্রত্যাশা ব্যাক্ত করেন।উদ্বোধনী দিনে বালক ও বালিকা দুটি খেলা অনুষ্ঠিত হয়।এতে আলীকদম উপজেলার বালিকা দল রোয়াংছড়ি উপজেলার বালিকা দলকে ৫-০ গোলে পরাজিত করে।ম্যাচে আলীকদম এর খেলোয়াড় টুম্পা (জার্সি নং ৮) ৩ টি গোল করে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন।আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেনির শিক্ষার্থী টুম্পা এবারের টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক গোলদাতা।অন্যদিকে বালক বিভাগে আলীকদম উপজেলা ২-১ গোলে রোয়াংছড়ি উপজেলা কে পরাজিত করে।
খেলায় আলীকদম এর মো.সাইমুন (জার্সি নং ৭) ১ গোল করে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন।সে আলীকদমের মৈত্রী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা প্রিমিয়ার লীগের সাবেক কৃতী ফুটবলার মাহফুজুর রশীদ বাচ্চু।উল্লেখ্য,বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত এই টুর্নামেন্টে সহযোগিতা করছে বান্দরবান জেলা ক্রীড়া অফিস।