জাতির পিতা ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২২ঃ মাঠে নাইক্ষ্যংছড়ি উপজেলার বালক-বালিকা দলের দুর্দান্ত পারফরম্যান্স


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৪ জুন, ২০২২ ৮:২৪ : অপরাহ্ণ 309 Views

বান্দরবান জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক (অ-১৭) এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালিকা (অ-১৭)-২০২২ এর ২য় পর্ব সেমিফাইনালের ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুন) সকালে বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম দুই সেমিফাইনালে লামা উপজেলা অনূর্ধ্ব-১৭ বালিকা দল ১-০ গোলে বান্দরবান সদর পৌরসভা দলকে পরাজিত করে।ফলে শিরোপা স্বপ্ন অধরাই রয়ে গেলো এবারের টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী বালিকা দলটির।খেলায় লামা উপজেলার ৭ নং জার্সি ধারী খেলোয়াড় লাভলি নাথ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।পরে সাড়ে এগারোটায় মাঠে নেমে বান্দরবান সদর পৌরসভা বালক দল ৪-২ গোলে রুমা উপজেলা বালক দলকে পরাজিত করে।এই খেলায় ৬ নং জার্সি পরিহিত খেলোয়াড় মো.মাইনুদ্দিন ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়।বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা বালিকা দল ১-০ গোলে আলীকদম উপজেলা বালিকা দলকে পরাজিত করে।এই খেলাটিতা তীব্র লড়াই প্রদর্শন করে দুই দলের খেলোয়াড়রা।খেলাটিতে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় এ মে প্রু।অন্যদিকে নাটকীয় এক জমজমাট সেমিফাইনালে নাইক্ষ্যংছড়ি বালক দল ট্রাইবেকারে ৭ (১১)-৬ (১১) গোলে আলীকদম উপজেলা বালক দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।খেলায় নাইক্ষ্যংছড়ির গোলরক্ষক উলা ওয়াই মার্মা ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন।ধারণা করা হচ্ছে এবারের টুর্নামেন্টের সবচেয়ে জমজমাট ম্যাচটাই ছিলো নাইক্ষ্যংছড়ি উপজেলা বালক দল বনাম আলীকদম উপজেলা বালক দলের সেমিফাইনাল খেলাটি।এই টুর্নামেন্টের সর্বোচ্চ প্যানাল্টি শট নিয়েছে এই দুই দলের খেলোয়াড়রা।বিপুল উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হয়েছে পেনাল্টি চলাকালীন সময় উপস্থিত থাকা উভয় শিবিরে সমর্থকদের মাঝে।তবে আলীকদম এর খেলোয়াড়রা বলছে ভাগ্য পক্ষে ছিলোনা।নাহয় আলীকদম উপজেলাই ফাইনালে খেলতো।

বান্দরবানের জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ম্যাচ সেরার হাতে পুরস্কার তুলে দেন।বান্দরবান জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি মো.নাছির,ডিএসএ সদস্য রুপন কুমার দত্ত প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।৪টি খেলাতেই ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিএসএ সহসভাপতি দিপ্তী কুমার বড়ুয়া।বান্দরবান জেলা ফুটবল দলের সাবেক কৃতী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মাহফুজুর রশীদ বাচ্চুর সঞ্চালনার দায়িত্ব পালন করেন।জেলা ক্রীড়া অফিস সুত্রে জানা যায়, বুধবার (১৫ জুন) বিকেল তিনটায় বান্দরবান পৌরসভা বালিকা দল বনাম নাইক্ষ্যংছড়ি বালিকা দলের ১ম ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।পরে সাড়ে চারটায় বান্দরবান পৌরসভা বালক দল বনাম নাইক্ষ্যংছড়ি উপজেলা বালক দলের খেলোয়াড়রা শিরোপা নিশ্চিত করতে মাঠে নামবে।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা”র সভাপতি ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং শিরোপাজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিবেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

error: কি ব্যাপার মামা !!