

স্পোর্টস ডেস্কঃ-বান্দরবান জেলা শহরে ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বান্দরবান পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগ এর আয়োজনে শহরের ঈদগাহ মাঠে আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে উক্ত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ভোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য উসিং হাই রবিন বাহাদুর।বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর সভাপতি মো:রুবেল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ।টুর্ণামেন্টের প্রথম দিনে মরহুম আলীম উল্লাহ স্মৃতি সংসদ বনাম চেয়ারম্যান পাড়া ছাত্র ও যুব ঐক্য পরিষদ একাদশ,কেরানিহাট এর ম্যাচ অনুষ্ঠিত হয়।এই টুর্নামেন্টে মোট ১৪ টি দল অংশ গ্রহন করেন।উক্ত ক্রিকেট টুর্ণামেন্টকে ঘিরে বান্দরবানের ক্রীড়ামোদীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।