গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় :২৭ মে, ২০২৩ ২:২৯ : পূর্বাহ্ণ 436 Views

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপের পর নব প্রত্যয়ে বান্দরবান ফুটবল খেলোয়ার সমিতি (বিএফপিএ) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(২৬মে) বিকাল ৩টায় বান্দরবান জেলা শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠে শান্তির পায়রা উড়িয়ে খেলোয়াড় সমিতি আয়োজিত টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন ঘোষনা করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এসময় টুর্নামেন্টের উদ্বোধন প্রধান অতিথির বক্তব্যকালে চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। অপসংস্কৃতির কবল থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার কোনও বিকল্প নাই।যুব সমাজকে মাঠে টেনে আনতে পারে একমাত্র খেলাধুলা।এই টুর্নামেন্টটি বান্দরবানের ফুটবলপ্রেমী ও ক্রীড়া ভক্তদের মিলন মেলায় পরিণত হবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।এদিন তিনি প্রতিদ্বন্দী দুই দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলোয়াড় সমিতির সভাপতি মংওয়াই চিং।

এসময় বান্দরবান জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাস,বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো.আমিনুল ইসলাম বাচ্চু,প্রেসক্লাব সাধারন সম্পাদক মিনারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।পরে অতিথিরা খেলা উপভোগ করেন।

প্রসঙ্গত,নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে আটটি দল।দলগুলো হলো ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান, মধ্যমপাড়া একাদশ,কিংস অব বনরুপা,জিটিএল,পার্থ একাদশ,চকরিয়া ফুটবল একাদশ,লোহাগাড়ার যুব ফুটবল একাদশ ও খান ফুটবল একাদশ।লোহাগাড়া যুব ফুটবল একাদশ বনাম চকরিয়া ফুটবল একাদশের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধনের পর্দা উঠল।টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রানার্সআপ দল ছাড়াও সেরা খেলোয়াড়,শ্রেষ্ঠ গোলরক্ষক ও সুশৃঙ্খল দলের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো.রফিকুল আলম মামুন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর