খেলোয়াড় সমিতি গোল্ডকাপঃ জয় নিয়ে মাঠ ছাড়লো মধ্যম পাড়া একাদশ


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় :২৭ মে, ২০২৩ ৭:৩৮ : অপরাহ্ণ 857 Views

বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতি (বিএফপিএ) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭ মে) বিকাল ৪ টায় খেলাটি মাঠে গড়ায়।তুমুল প্রতিদ্বন্দিতাপুর্ন এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এবং পুরষ্কার বিতরন করে জেলা ক্রীড়া সংস্থা এর সাধারন সম্পাদক মুজিবুর রশিদ।

এসময় এসময় খেলোয়াড় সমিতির সভাপতি মংওয়াই চিং,সাবেক কৃতি ফুটবলার উফোছা ঝুনু,খেলোয়াড় সমিতির সহসভাপতি অসীম বড়ুয়া,টুর্নামেন্ট পরিচালনা কমিটি এর আহ্বায়ক রফিকুল আলম মামুন,সদস্য সচিব মনির আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।এদিন টুর্নামেন্ট এর দ্বিতীয় খেলায় মধ্যম পাড়া একাদশ ১-০০ গোলে পার্থ একাদশকে পরাজিত করে।গোলরক্ষক রাসেল খেলায় ম্যান অব দ্য ম্যাচ এর পুরষ্কার অর্জন করেন।জেলা ক্রীড়া সংস্থা এর সাধারন সম্পাদক মুজিবুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ এর পুরষ্কার বিতরন করেন।খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ক্রীড়া সংগঠক মাহফুজুর রশিদ বাচ্চু।তৃতীয় খেলায় রবিবার ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান এর মুখোমুখি হবে খান ফুটবল একাদশ।

প্রসঙ্গত,নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে আটটি দল।দলগুলো হলো ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান, মধ্যমপাড়া একাদশ,কিংস অব বনরুপা,জিটিএল, পার্থ একাদশ,চকরিয়া ফুটবল একাদশ,লোহাগাড়ার যুব ফুটবল একাদশ ও খান ফুটবল একাদশ।লোহাগাড়া যুব ফুটবল একাদশ বনাম চকরিয়া ফুটবল একাদশের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধনের পর্দা উঠল।টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রানার্সআপ দল ছাড়াও সেরা খেলোয়াড়,শ্রেষ্ঠ গোলরক্ষক ও সুশৃঙ্খল দলের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো.রফিকুল আলম মামুন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!