এই মাত্র পাওয়া :

শিরোনাম: আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

ক্রিকেটারের খোঁজে চট্টগ্রাম বিভাগঃ বান্দরবানে ১১ মার্চ খেলোয়াড় বাছাই


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৬ মার্চ, ২০২৪ ৬:৫২ : অপরাহ্ণ 588 Views

চট্রগ্রাম বিভাগের অন্যান্য জেলার ন্যায় “আগামীর ক্রিকেটারের খোঁজে চট্টগ্রাম বিভাগ”— প্রতিপাদ্যে বান্দরবান জেলাতেও শুরু হচ্ছে খেলোয়াড় বাছাই কার্যক্রম।আগামী ১১ই মার্চ দিনব্যাপী এই খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলেয়াড় ফজলে বারী খান রুবেলের নেতৃত্বাধীন বিভাগীয় কোচ মোমিনুল হকসহ তিনজনের একটি নির্বাচক দল।বান্দরবান জেলা ক্রিকেট দলের কোচ রাহুল বিশ্বাস মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান,জেলা ও উপজেলা থেকে একশোরও বেশি খেলোয়াড় এই বাছাই কার্যক্রমে অংশ নেয়ার সম্ভাবনা আছে।বাছাই শেষে ছয়জন প্রতিভাবান খেলোয়াড় কে চট্রগ্রাম বিভাগীয় স্কীল প্রশিক্ষণ ক্যাম্পের জন্য মনোনিত করা হবে।১৫ থেকে ১৭ বছর বয়সীরাই শুধুমাত্র এই বাছাই কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারবে।এদিকে খেলোয়াড় বাছাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৬ মার্চ) জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলোয়াড় তৈরির করার লক্ষ্যে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার উদ্যোগে আগামীর “ক্রিকেটারের খোঁজে চট্টগ্রাম বিভাগ ” শিরোনামে আয়োজিত প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা স্টেডিয়ামে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক আ.জ.ম নাছির উদ্দিন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড: সিরাজউদ্দীন মো.আলমগীর ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।এর আগে গত সোমবার (৪ মার্চ) নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর সংবাদ সম্মেলনে জানান, ‘আগামীর ক্রিকেটারের খোঁজে চট্টগ্রাম বিভাগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা স্টেডিয়াম গুলোতে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।প্রতি জেলা থেকে ৬ জন করে খেলোয়াড় সংগ্রহ করা হবে।মোট ৬৬ জন খেলোয়াড় বাছাইয়ের পর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে তিন সপ্তাহ ধরে বিভাগীয় ক্রিকেট স্কিল ক্যাম্প পরিচালনা করা হবে।এরপর খেলোয়াড়দের ৪টি দলে বিভক্ত করা হবে।তাদের অংশগ্রহণে দুই দিনের লঙ্গার ভার্সন ও ৫০ ওভারের ক্রিকেট প্রতিযোগিতা হবে।এসময় সংবাদ সম্মেলনে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার আহবায়ক আ জ ম নাছির উদ্দীন,জ্যেষ্ঠ্য ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস,চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,সম্ভবনাময় ও প্রতিভাবান নতুন ক্রিকেটার অন্বেষণ করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষনের মাধ্যমে জাতীয় পর্যায়ের ক্রিকেট খেলোয়াড় তৈরীর এক মহা পরিকল্পনা নিয়ে বিভাগজুড়ে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!