বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে-২০২৩ ও ২৪ এর চট্রগ্রাম বিভাগীয় পর্বের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বান্দরবান অনুর্ধ অ-১৪ দল।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ১৮ সদস্যের ক্ষুধে খেলোয়াড় ও কর্মকর্তারা বান্দরবান ত্যাগ করেন।এসময় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এর সভাপতি ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর পক্ষে খেলোয়াড়দের বিদায়ী শুভেচ্ছা জানান জেলা ক্রীড়া সংস্থা এর সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মুজিবুর রশিদ।জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা,সাংবাদিক ও অভিবাকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ক্ষুধে এই ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে দলের নেতৃত্ব দিচ্ছেন জেলা ক্রীড়া সংস্থা এর নির্বাহী সদস্য দিলীপ কুমার দে।এতে ১৫জন ক্ষুধে ক্রিকেটার বান্দরবান জেলা কে প্রতিনিধিত্ব করছে।কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রাহুল বিশ্বাস।লীগ পদ্ধতিতে চট্রগ্রাম বিভাগের (বি গ্রুপ) এ চারটি দল তিনটি করে ম্যাচে একে অপরের মোকাবেলা করবে।
বান্দরবান এর খেলোয়াড়রা বুধবার (২০ ডিসেম্বর) প্রথম ম্যাচে ফেনী জেলা ক্রিকেট দলকে মোকাবেলা করবে।চট্রগ্রাম সাগরিকা মহিলা কমপ্লেক্স গ্রাউন্ড এর টার্ফ উইকেটে এই খেলা অনুষ্ঠিত হবে।গ্রুপ-বি তে ফেনী,কক্সবাজার এবং রাঙামাটি জেলা দল প্রতিদ্বন্দ্বীতা করছে।চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্ট কে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং অংশ নিবে ১১ টি জেলা।এবারের টুর্নামেন্ট এ ভেন্যু করা হয়েছে চাঁদপুর জেলা স্টেডিয়াম,কুমিল্লা জেলা স্টেডিয়াম,চট্রগ্রাম সাগরিকা মহিলা কমপ্লেক্স গ্রাউন্ড।
৩১ ডিসেম্বর টুর্নামেন্ট ফাইনাল ও সমাপনী অনুষ্ঠিত হবার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।প্রসঙ্গত,শেকড় থেকে ক্রিকেটার তুলে আনতে প্রতি বছর বয়সভিত্তিক এসব টুর্নামেন্ট আয়োজন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।বেশ কয়েকটি বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট থেকে বাছাইকৃত খেলোয়াড়রা অনেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেও জায়গা করে নিয়েছে।