শিরোনাম: রোয়াংছড়িতে শান্তিশৃঙ্খলা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীঃ মেজর এম.এম ইয়াসিন বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৩ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার কাপ্তাই লেকের ড্রেজিং হওয়া অত্যন্ত জরুরী-সুপ্রদীপ চাকমা জেলা পরিষদ চেয়ারম্যান মনোনিত হলেন অধ্যাপক থানজামা লুসাই পর্যটন নিষেধাজ্ঞা উঠে গেলো বান্দরবানের চার উপজেলায় অবৈধ পলিথিন ব্যবহার ও বাজার জাতকরণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান জানুয়ারিতে হর্নমুক্ত ঘোষণা করা হবে ঢাকার ১০টি রাস্তা- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পুলিশ ও সাংবাদিকের কর্মপরিধি ভিন্ন তবে একই সুত্রে গাঁথাঃ নবাগত পুলিশ সুপার শহিদুল্লাহ্ কাওছার

আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৪ জুলাই, ২০২৪ ৬:৪৪ : অপরাহ্ণ 146 Views

বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ জুলাই) বান্দরবান এর জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম উদ্বোধন অনুষ্ঠান এ সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর যৌথ আয়োজন এ আয়োজিত সমাপনি অনুষ্ঠানে সহকারি পুলিশ সুপার মো.আমজাদ হোসেন,পৌর মেয়র সামসুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম মীরা,জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকিসহ জেলা ক্রীড়া সংস্থা এর নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।ক্রীড়া পরিদপ্তর,যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহন করে।ফাইনাল খেলায় বাইশারি উচ্চবিদ্যালয় এন্ড কলেজ দল কে ২-১ গোলে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি ডিগ্রি কলেজ পরাজিত করে এবং এবারের আসরে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।

এবারের টুর্নামেন্টে বাইশারি স্কুল এন্ড কলেজের ৪ নং জার্সিধারি বাপ্পী মারমা ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন।এছাড়া ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন হাজী এম এ কালাম ডিগ্রি কলেজের ১১নং জার্সিধারি মো.ফয়েজ।টুর্নামেন্ট জুড়ে নান্দনিক পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্ট এর সেরা গোল রক্ষক নির্বাচিত হয়েছেন হাজী এম এ কালাম ডিগ্রি কলেজ দলের ১নং জার্সিধারী মো.রুস্তম।এছাড়াও সর্বোচ্চ গোলদাতা বাইশারি স্কুল এন্ড কলেজের ১০নং জার্সিধারী খেলোয়াড় মো.ইমন।

এসময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন,তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে এমন ক্রীড়া প্রতিযোগিতা অবদান রাখবে।স্কুল-কলেজ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনযোগ বাড়াতে হবে।তাদের কে মাঠমুখী রাখতে পারলে দেশের হারিয়ে যাওয়া ফুটবলের গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে।এসময় তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ উভয় দলকে শুভেচ্ছা জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!