সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষা সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ


প্রকাশের সময় :৭ সেপ্টেম্বর, ২০১৭ ৬:০২ : পূর্বাহ্ণ 686 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে সেনাবহিনীর সহায়তায় গরীব ও অসহায় শিশুদের শিক্ষা সামগ্রী এবং বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে সদর উপজেলার হাতিভাঙ্গা পাড়ায় এই শিক্ষা সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন।এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের জি এসও-২ মেজর আবু সাঈদ মো:মেহেদি হাসান,বান্দরবান ক্ষুদ্র নৃ গোষ্টির সাংস্কৃতিক ইনিষ্টিটিউটের পরিচালক মংনুচিং,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,হাতিভাঙ্গা পাড়ার কারবারী বাদুহা ত্রিপুরাসহ পাড়ার বাসিন্দা ও সুশীল সমাজের নেতৃবৃন্ধরা।অনুষ্টানে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে হাতিভাঙ্গা পাড়ার প্রায় শতাধিক শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন,সাংস্কৃতিক সংগঠনের জন্য বাদ্যযন্ত্র ও পাড়ায় অসহায় গরীব এবং দরিদ্র পরিবারের মধ্যে ছাতা,লুঙ্গি ও কলসী বিতরণ করা।এসময় পাড়ার বাসিন্দারা উপস্থিত হয়ে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্টানে মিলিত হয় এবং অতিথিদের কাছ থেকে বিভিন্ন উপকরণ গ্রহণ করে।এদিকে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর এই ধরনের শিক্ষা সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!