এই মাত্র পাওয়া :

সম্মেলন,সভাপতি পদে একক প্রার্থী ক্য শৈ হ্লা-সম্পাদক পদে ৬ জন


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :২৪ নভেম্বর, ২০১৯ ৫:৫১ : অপরাহ্ণ 779 Views

দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বান্দরবান জেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন।স্থানীয় নানা ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী রাজার মাঠে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন।সম্মেলনকে ঘিরে পুরো শহরে এখন উৎসবের আমেজ।রাস্তাঘাট ব্রীজ সাজানো হয়েছে রং বে রঙের ব্যানার ফেস্টুন প্লেকার্ড দিয়ে সুয়ালক থেকে রাজারমাঠ পর্যন্ত নির্মান করা হয়েছে ২২টি তোরণ।অতিথিদের বসার জন্য সমাবেশস্থল রাজার মাঠে তৈরী করা হয়েছে বিশাল নৌকা আকৃতির মঞ্চ।শহরজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।এককথায় দীর্ঘ দিন পর অনুষ্ঠিত সম্মেলনকে ঘিরে বান্দরবান জেলা শহর এখন আলোর পাদপ্রদীপে আলোকিত।নতুন নেতৃত্ব,নতুন প্রত্যাশা নিয়ে স্বপ্ন বিভোর বান্দরবান জেলার সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল এর নেতাকর্মী পর্যন্ত।

এদিকে রবিবার সকাল থেকে সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৭টি ফরম বিক্রয়ের কথা জানান সম্মেলন নির্বাচন কমিটির সদস্য।এদের মধ্যে সভাপতি পদে ফরম জমা দিয়েছে জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ সদস্য ক্য শৈ হ্লা অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৬জন প্রার্থী ফরম জমা দিয়েছেন তারা হলেন পৌর মেয়র ইসলাম বেবী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ,বর্তমান সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,জেলা আওয়ামীলীগের তরুণ উদীয়মান নেতা ও বান্দরবান পৌরসভার সিনিয়র কাউন্সিলর হাবিবুর রহমান খোকন,জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী এবং অজিত কান্তি দাশ।সভাপতি পদে বর্তমান সভাপতি ক্য শৈ হ্লা ছাড়া অন্য কেউ ফরম না নেয়ায় এ পদে পরিবর্তন আসার কোন সম্ভাবনা না থাকলেও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় নির্বাচনের মাধ্যমে আগামী কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হবে বলে জানান সম্মেলন নির্বাচন কমিটির সদস্য মংনুচিং।

তিনি বলেন সম্মেলনে সভাপতি পদে একজন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী ফরম জমা দিয়েছে।সম্মেলন নির্বাচন কমিটির আহবায়ক বীর বাহাদুর এমপি বলেছেন কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে।সে লক্ষে সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।প্রার্থীরা ফরমও জমা দিয়েছেন।তাই এখন পর্যন্ত বলতে পারি কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত হবে।যদি অন্য কোন সিদ্ধান্ত না আসে তবে ১৫৬ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতা নির্বাচন করবে।তবে পছন্দের প্রার্থীর নাম প্রকাশে অনিচ্ছুক মাঠপর্যায়ের নেতাকর্মীরা। তাদের দাবী গঠনতন্ত্র অনুসরণ ও গণতন্ত্র চর্চার জন্য সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব আসুক এতে যদি পরিবর্তন আসে আসুক অথবা পুরাতন নেতৃত্ব থাকলে থাকবে।যারাই নির্বাচিত হউক স্বচ্ছ একটা কমিটি চাই।যাদের দ্বারা জেলা কমিটি আরো শক্তিশালী হবে।তবে কেন্দ্রীয় কমিটি ও পার্বত্যমন্ত্রীর সিদ্ধান্ত মানতে আগ্রহী সকল কাউন্সিলররা।

এদিকে বান্দরবান জেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো:শফিকুর রহমান জানান,সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এছাড়াও উদ্বোধক হিসেবে আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি,প্রধান বক্তা হিসেবে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশৈসিং এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিুনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া,বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য দীপংকর তালুকদার এমপি উপস্থিত থাকবেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!