

স্পোর্টস ডেস্কঃ-জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু হয় বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ।জয়ের আত্মবিশ্বাস ধরে রেখেছে শ্রীলংকার বিপক্ষেও।শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দলপতি মাশরাফি বিন মর্তুজা।তামিম ইকবাল এবং এনামুল হক বিজয় ভালো সূচনা এনে দেয় দলকে। দলীয় ৭৫ রানে বিজয় আউট হলে দলের হাল দরেন তামিম ও সাকিব।তামিম ৮৪ রানে আউট হলে দলকে বড় সংগ্রহের বিধ গড়ে তুলে মুশফিক ও সাকিব।দুইজনই তুলে নেন ফিফটি।শেষে সাব্বিরে ঝড় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৫০ ওভারে ৩২০ রান ৭ উইকেটে।৩২০ রানের লক্ষে খেলতে নেমে মাত্র সাত রানে কুশাল পেরেরাকে আউট করে প্রথম আঘাত আনেন নাসির হোসেন।আরেক পাশে দুর্দান্ত বোলিং করেছেন অধিনায়ক মাশরাফি টানা আট ওভারে বল করে তুলে নিয়েছেন উপুল থারাঙ্গা ও কুসাল মেন্ডিসকে।সেই চাপ থেকে আর বের হতে পারেনাই লঙ্কানরা।
ম্যাথিউসের জায়গায় একাদশে ফেরা ডিকভেলার স্টাম্প উপড়েছেন মুস্তাফিজুর রহমান। এই ম্যাচের অধিনায়ক দিনেশ চান্দিমাল ফিরেছেন রান আউটে।সাকিবের এক ওভারে দুটি করে চার ও ছক্কা মেরেছিলো থিসারা পেরেরা।সাকিবের প্রতিশোধ নিয়েছেন ওই ওভারেই উইকেট নিয়ে।শ্রীলংকা ১৫৭ রানে অলআউট করে ১৬৩ রানে রেকর্ড করে জয় তুলে নেন।আসাধারণ দলীয় পারফরমেন্সের দিনেও ঠিকই আলাদা করে ফুটে উঠেছে সাকিব আল হাসানের দ্যু্াতি।৬৭ আর ৩ উইকেটে,নিয়ে ম্যাচ আফ দ্যা ম্যাচ অর্জন করেন সাকিব আল হাসান।