শেখ হাসিনার সরকারের আমলেই পাহাড়ে আলোর ঝিলিক ছড়িয়ে পড়েছে:-(পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং)


নিজস্ব প্রতিনিধি (বান্দরবান) প্রকাশের সময় :১৬ নভেম্বর, ২০১৯ ১২:৩৩ : পূর্বাহ্ণ 720 Views

পার্বত্য চট্রগাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, যোগাযোগ বিছিন্ন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীকে উন্নত যোগাযোগ ব্যবস্থার আওতায় নিয়ে আসতে পেরেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে।পাহাড়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য স্কুল,কলেজ,মাদ্রাসা,প্রতিষ্ঠা করে শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌছানোর ব্যবস্থা করা হয়েছে।তাই আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনেই পাহাড়ে আলোর ঝিলিক ছড়িয়ে পড়েছে।শুক্রবার (১৫ নভেম্বর) দিন ব্যাপী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে প্রায় ৫০কোটি টাকার উন্নয়ন প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,বাংলাদেশ স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের কল্যাণে সব কিছু প্রতিষ্ঠা করেছেন।এর মধ্যে ইসলামী ফাউন্ডেশন,বিশ্ব ইজতেমা চালু,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ প্রতিটি ধর্মের জন্যে অকল্পনিয় অবদান রেখে গেছেন।ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আবু জাফরের পরিচালনায় বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আলম কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মোবারক হোসেন,আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাস,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,জেলা পরিষদ সদস্য ক্যানেওয়ান চাক,নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী অফিসার সাদিয়া আফরিন কচি,জেলা আওয়ামীলীগের মহিলা নেত্রী থিংথিং মে,নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফি উল্লাহ্।

উল্লেখ্য,মন্ত্রী ৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। প্রকল্প গুলির মধ্যে বাইশারী ফারিখাল ব্রীজ, নারিচ বুনিয়া বটতলি বাজারস্থ ব্রীজ,বাইশারী উচ্চ বিদ্যালয় এবং কলেজের একাডেমীক ভবন ও ছাত্রাবাস,বাইশারী ঈদগড় সড়কের কার্পেটিং কাজের উদ্ভোধন ও শাহ্ নুরুদ্দীন মাদ্রাসার ৩ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৩টি ভবন,বালিকা উচ্চ বিদ্যালয় ভবনসহ ৫০ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!