রিয়ালকে উড়িয়ে শেষ ষোলোয় টটেনহ্যাম


প্রকাশের সময় :২ নভেম্বর, ২০১৭ ৩:৫৪ : পূর্বাহ্ণ 688 Views

স্পোর্টস নিউজ ডেস্কঃ-চ্যাম্পিয়ন্স লিগে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে দুই ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত করেছে টটেনহ্যাম হটস্পার।বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের ৩-১ গোলে হারিয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল।সান্তিয়াগো বের্নাবেউয়ে দুই দলের মধ্যকার প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।চলতি মৌসুমে এই প্রথম টানা দুটি ম্যাচ হারলো রিয়াল।গত রোববার লা লিগায় নবাগত জিরোনার মাঠে ২-১ গোলে হারে জিদানের দল।মার্সেলোর ভুলে ২০তম মিনিটেই গোলে খেতে বসেছিল রিয়াল।সে যাত্রায় বেঁচে গেলেও বেশিক্ষণ নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি তারা।
সাত মিনিট পর সমর্থকদের উল্লাসে ভাসান ডেলে আলি। ডান দিক থেকে স্বদেশি ডিফেন্ডার কিয়েরন ট্রিপিয়ারের ভলিতে বল ছয় গজ বক্সে পেয়ে জালে ঠেলে দেন ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি।টিভি রিপ্লেতে দেখা যায়, অফসাইডে ছিলেন ২১ বছর বয়সী ট্রিপিয়ার।স্প্যানিশ এই প্রতিপক্ষের জালে স্পার্স কোনো খেলোয়াড়ের এটাই প্রথম গোল।কিছুক্ষণ পর পর দুই মিনিটে দুটি সুযোগ পান ক্রিস্তিয়ানো রোনালদো।প্রথমবার তার জোরালো কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।দ্বিতীয়বার উগো ইয়োরিস বরাবর শট নেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।দ্বিতীয়ার্ধেও একইভাবে রিয়ালের রক্ষণে চাপ ধরে রেখে খেলা টটেনহ্যাম ৫৬তম মিনিটে কিছুটা সৌভাগ্যপ্রসূত গোলে ব্যবধান দ্বিগুণ করে।ডি-বক্সের বাইরে কাসেমিরোর বাধা এড়িয়ে আলির নেওয়া জোরালো শট সের্হিও রামোসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।গোলরক্ষক কিকো কাসিয়ার কিছুই করার ছিল না।৬২তম মিনিটে গোলমুখে জটলার মধ্যে রামোসের শট সামনে দাঁড়ানো রোনালদোর পায়ে বাধা পায়।দুই গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে আক্রমণ চালায় অতিথিরা।তাতে তাদের নিজেদের ঘর ফাঁকা হয়ে যায়।আর সেই সুযোগেই দারুণ এক প্রতি আক্রমণে ব্যবধান আরও বাড়ান ক্রিস্তিয়ান এরিকসেন। হ্যারি কেইনের পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন ডেনমার্কের এই মিডফিল্ডার।৮০তম মিনিটে একটি গোল শোধ করেন রোনালদো।বাঁ-দিকের বাইলাইন থেকে মার্সেলোর কাটব্যাকে প্রতিপক্ষের একজন হেড করার পর ফিরতি হেড করতে ব্যর্থ হন লুকা মদ্রিচ।বল তার গায়ে লেগে রোনালদোর পায়ে এসে পড়ে।তার শট সামনে থাকা আরেক স্বাগতিক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!