রাজনীতি করতে নয়,মানবতার টানে এসেছিঃ-(প্রতিমন্ত্রী সহধর্মীণি মেহ্লাপ্রু)


প্রকাশের সময় :৭ ডিসেম্বর, ২০১৭ ১২:০৫ : পূর্বাহ্ণ 814 Views

উথোয়াই মার্মা জয় (লামা) বান্দরবানঃ-বান্দরবান লামায় দুইটি ইউনিয়নে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহধর্মীণি মেহ্লাপ্রু। এ উপলক্ষে গতকাল বুধবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় লামায় গজালিয়া ইউনিয়নে গতিরাম পাড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গজালিয়া ইউপি চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মারমার সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী সহধর্মীণি মেহ্লাপ্রু।প্রধান অতিথি বলেন, আমি কোন রাজনীতি করতে আসেনি,কোন ভোট খুঁজতে আসিনি।আমি এসেছি মানবতার টানে।আশপাশের মানুষ শীতে কষ্ট পায় আর আমরা থাকি আরামে।চেনা এই দৃশ্যটা আংশিক কিছু তা হলেও বদলে দিতে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।তিনি এসময় আরো বলেন,আর্ত মানবতা সেবা হচ্ছে প্রকৃত সেবা।এ সেবার কোনো তুলনা নেই।কনকনে শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে কম্বল বিতরণ তা শীতার্ত মানুষের মধ্যে এক দৃষ্টান্ত হয়ে থাকবে উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।আলোচনা সভা শেষে গজালিয়া ইউনিয়নে শীতার্থদের মাঝে প্রধান অতিথি মিসেসে মেহ্লাপ্রু নিজ হাতে ৭ শত গরীব দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল,বান্দরবান পৌর মেয়রের সহধর্মীণি কামরুন নেছা বেবী,জেলা ক্রীড়া সংগঠক উমেনু মারমা,জেলা মহিলালীগের সহ-সভাপতি এমেচিং মারমা,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল ও মহিলা সদস্য ফাতেমা পারুল,স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পাড়ার দুস্থ পাহাড়ি-বাঙ্গালি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়,৬ ডিসেম্বর সকাল ১০টায় সরই ইউনিয়নে ৬ শত গরীব দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। আগামী ৭ ডিসেম্বর সকাল ১০টায় লামা সদর ইউনিয়নে, বেলা ১২ টায় রূপসী পাড়া ইউনিয়নে,বিকাল ৪টায় উপজেলা চত্বরে লামা পৌরসভা,৯ডিসেম্বর সকাল ১০টায় ফাঁসিয়াখালী ইউনিয়নে বনপুর বাজার,বেলা ২টায় ফাইতং ইউনিয়নে চিউরতলী বাজার,বিকাল ৪টায় আজিজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করবেন প্রতিমন্ত্রী সহধর্মীণি মেহ্লাপ্রু।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!