শিরোনাম: ক্রীড়া উন্নয়ন ফোরামের শুভেচ্ছা উপহার পেলো প্রাথমিক ফুটবলের ক্ষুধে জেলা চ্যাম্পিয়নরা শীতার্থদের মাঝে ত্রিবেণী লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরন প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত বান্দরবানের প্রাচীন বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করলেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান বান্দরবানের ম্যারাথন ভিত্তিক প্রথম কমিউনিটি বান্দরবান হিল রানার্স খেলাধূলার পাশাপাশি পড়াশোনার প্রতিও শিক্ষার্থীদের মনযোগী হতে হবেঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

যেকোন সন্ত্রাসী গ্রুপকে দমন করার সক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর আছেঃ-(আলীকদম জোন কমান্ডার)


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :২৮ আগস্ট, ২০১৯ ৯:২৫ : অপরাহ্ণ 28989 Views

আমরা সবাই মিলে একটি পরিবার,আমরা সবাই এই পরিবারের সদস্য কিন্তু কোন অবস্থাতে কোন গোষ্ঠী বা গ্রুপকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।শান্তি সম্প্রীতি উন্নয়ন স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠিত ২৩ বীর আলীকদমে জোনে মুরং হেডম্যান-কারবারী সম্মেলন একথা বলেন আলীকদম জোনের জোন কমান্ডার।

আজ বুধবার (২৮ আগষ্ট) সকাল ১১ টায় আলীকদম সেনা জোনের প্রত্যয়ী তেইশ চত্বরে লামা-আলীকদমের মুরুং হেডম্যান,কারবারী নিয়ে সম্মেলন করেন আলীকদম জোনের জোন কমান্ডার।তিনি আরও বলেন,এরই মধ্যে সেনাবাহিনী অনেককে চাকরী সুযোগ করে দিয়েছে।আগামীতেও আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।মুরুং ছাত্রছাত্রীর লেখাপড়ার সুযোগ আরও বৃদ্ধি করা হবে।মুরুং ছাত্রছাত্রীরা লেখাপড়া করলে,তাদের যাবতীয় খরচ আমরা অতীতেও বহন করেছি ও ভবিষ্যতে বহন করব।পাহাড়ে উৎপাদিত পণ্য,পাহাড়ের কাছাকাছি জায়গায় বিক্রি করতে পারে,সেজন্য বাজার ও বাজারশেড তৈরী করে দেওয়া হবে।শিক্ষিত মুরুং ছাত্রছাত্রীদের জন্য সেনাবাহিনী,পুলিশসহ বিভিন্ন দপ্তরে চাকরির জন্য সহযোগিতা করা হবে।তিনি আরও বলেন,সেনাবাহিনীর প্রতিটি সদস্য যেদিন থেকে আর্মির পোশাক পড়েছে,সেদিন থেকে নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত।যেকোন সন্ত্রাসী গ্রুপকে দমন করার সক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর আছে।আমরা আপনজন ভেবে উদারতা দেখায়,সে উদারতাকে সন্ত্রাসীরা দূর্বলতা ভাবলে,ভুল করবে বলে জানান।উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন কমান্ডার লেঃকর্ণেল সাইফ শামীম,পিএসসি।

মুরুং হেডম্যান কার্বারী সম্মেলনে আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃআবুল কালাম,আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন,লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা,আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ইয়াংলক মুরুং ও লামা- আলীকদম উপজেলার মুরুং হেডম্যান-কারবারীরা উপস্থিত ছিলেন।

এসময় মুরুং হেডম্যান ও কার্বারীরা বলেন,আজ সেনাবাহিনীর সহায়তায়,আমাদের ছেলেমেয়েরা বাইরে লেখাপড়া করছে।আমরা চিকিৎসা সেবা পাচ্ছি,লামা আলীকদম মুরুং বাহিনী তৎসময় সেনাবাহিনীর পাশাপাশি তাদের সহায়তা পাহাড় অশান্ত কারী শান্তি বাহিনীকে পাহাড় ছাড়া করেছিল। আজ আমরা শান্তিতে বসবাস করছি।এ শান্তিতে বসবাস করতে পারছি শুধু সেনাবাহিনীর সহযোগিতায়।

তারা আরো বলেন,আমাদের বিপদে ও সমস্যায় সবার আগে যারা আসে,তারা হলেন সেনাবাহিনী।সেনাবাহিনী পাহাড়ে বসবাসকারী মুরুংদের পরম মিত্র ও আপনজন বলে হেডম্যান ও কার্বারীরা জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!