

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন,বাজারের সকল পণ্যের উপর ভোক্তাদের বিশেষ অধিকার রয়েছে। ভোক্তারা যদি ব্যাবসায়ীর কাছে ঠিকমতো সুবিধা না পায় অথবা কোন কারণে প্রতারিত হয় তবে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করতে বাধ্য হই।গতকাল
বৃহষ্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যায়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও কনজ্যুমার এশোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে আয়োজিত ভিটামিন ‘এ’ সমৃদ্ধ তেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের ওপর সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এ কথা বলেন।এসম জেলা প্রশাসক আরো বলেন,আমরা সবসময়ই চাই ভোক্তা ও ব্যাবসায়ী উভয়ের মধ্যে একটি সু-সম্পর্ক রাখতে।কেউ যেন প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ না হয় সবসময়ই আমরা তার উপর সজাগ আছি।কোন ভোক্তা যেন ব্যবসায়ীর মাধ্যমে প্রতারণার শিকার না হয় তার জন্য ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানান জেলা প্রশাসক।এসময় কর্মশালায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধ তেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।অনুষ্ঠানে সিভিল সার্জন ডা:অং সুই প্রু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো:শফিকুল ইসলাম,ক্যাব এর ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হোসাইন,জেলা প্রশাসনের আর.ডি.সি নুর-এ-জান্নাত রুমী,সহকারী কমিশনার মিকি মার্মা সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।